আরও পড়ুন : পদ্ম থেকে ঘাসফুলে, জয়ের চওড়া হাসি মন্ত্রীর ভাইয়ের মুখে!
প্রথমবার ভোটে দাঁড়িয়ে বিরাট জয় পেলেন মদন মিত্রর (Madan Mitra) পুত্রবধূ মেঘনা মিত্র (Meghna Mitra)। কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন মেঘনা। গণনাশেষে দেখা যায়, তিনি সাড়ে চার হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন। মদনের পরিবারে এবার আরও এক জনপ্রতিনিধি হলেন।
advertisement
মেঘনা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথম বার ভোটে দাঁড়িয়েই কাউন্সিলর হলেন। মদনের (Madan Mitra) পরিবারে তিনি দ্বিতীয় জনপ্রতিনিধি (West Bengal Municipal Election 2022)। ছোট ছেলে শুভরূপ মিত্রের স্ত্রী কামারহাটিরই মেয়ে। তাই এবার কামারহাটি পুরসভায় ভোটে দাঁড়িয়েছিলেন মেঘনা। অবশ্য তাঁর টিকিটপ্রাপ্তির নেপথ্যে শ্বশুরের অবদান অনস্বীকার্য।
বুধবার সকালে কামারহাটি পুরসভার (West Bengal Municipal Election 2022) গণনা শুরু হওয়ার পর থেকেই ভাল ব্যবধানে এগোতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। ১৬ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী মেঘনাও নিরাপদ ব্যবধানে এগোতে শুরু করেন। গণনাশেষে মদনের পুত্রবধূ জয় পান ৪,৫৭০ ভোটে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীকে হারিয়ে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হলেন মদনের পুত্রবধূ।
প্রসঙ্গত, রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রীর কনিষ্ঠ পুত্র শুভরূপ মিত্রের স্ত্রী মেঘনা কামারহাটিরই মেয়ে। এ বার তাই কামারহাটিতেই তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই পরীক্ষায় সসম্মানেই উত্তীর্ণ হলেন মদনের পুত্রবধূ। বড় ব্যবধানে জয়ের পর তাঁকে পুরসভায় কোনও পদ দেওয়া হয় কিনা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে মদন মিত্রের অনুগামীদের মধ্যে।