Indian Student in Ukraine: মায়ের মন কাঁদে, 'আমরা এখানে খাবার খাচ্ছি, আমার সন্তান অভুক্ত...' উদ্বেগ বাড়ছে তমলুকের পাঁজা পরিবারে!

Last Updated:

Indian Studnet in Ukraine: গ্রামের বাড়ি থেকে সোজা ইউক্রেনে পৌঁছেছিলেন তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই গ্রামের বছর পঁচিশের সব্যসাচী পাঁজা।

ইউক্রেনে তমলুকের ছেলে
ইউক্রেনে তমলুকের ছেলে
তমলুকের খারুই গ্রামের ছেলে সব্যসাচী পাঁজা ইউক্রেনের লোহানকে স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির কলেজের ছাত্র। কলেজ ছেড়ে তাঁর এখন রাত কাটছে হোস্টেলের বাঙ্কারে (Russia Ukraine War)। বিস্ফোরণে কেঁপে উঠছে ইউক্রেনের রুবজনি শহর। সব্যসাচীর (Indian Student in Ukraine) মা দীপা দেবী বলেন, "ছেলের সাথে সারাদিনে একবার কথা হয়। হোস্টেলের থেকে বেরোলেই বারুদের গন্ধে মোড়া পুরো এলাকা। যা খাবার মজুদ ছিল তা শেষের পথে। মেরেকেটে ২ থেকে ৩ দিন চলবে।"
advertisement
মায়ের মন কাঁদে, "আমরা এখানে খাবার খাচ্ছি আমার সন্তান অভুক্ত রয়েছে বিদেশে। সরকারি সাহায্যে পশ্চিমবঙ্গের অনেক ছেলে ওখান থেকে এসেছে তাই মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে অনুরোধ আমার ছেলেকে সুস্থ ভাবে ফিরিয়ে দিন (Russia Ukraine War)। কাতর মিনতি জানাচ্ছেন ইউক্রেনে আটকে থাকা সব্যসাচীর মাায়ের। প্রতিবেশীরাও আতঙ্কগ্রস্ত। কবে ফিরবে এলাকার ডাক্তার বাবুর ছেলে (Indian Student in Ukraine) সেদিকেই তাকিয়ে সবাই।"
advertisement
advertisement
তবে সব্যসাচী (Indian Student in Ukraine) একা নয় যুদ্ধবিদ্ধস্ত ইউক্রেনে আতঙ্কের প্রহর গুনছেন বহু ভারতীয় পড়ুয়া। যাঁদের পরিবার আজ উৎকণ্ঠার মধ্যে কাটাচ্ছেন দিন-রাত। উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে তিনটে নাগাদ একটি ট্যুইট বার্তায় ভারতীয় (Indian Student Death in Ukranie) বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করতে পারছি যে আজ সকালে খারকিভে গোলাবর্ষণে এক ভারতীয় (Russia Ukraine War) পড়ুয়ার মৃত্যু হয়েছে। মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিদেশ মন্ত্রক। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
advertisement
বিদেশ মন্ত্রকের মুখপাত্র এদিন বলেন, 'খারকিভ-সহ যে সব জায়গায় সংঘাত হচ্ছে, সেখানকার ভারতীয়দেের দ্রুত সুরক্ষিতভাবে যেতে দেওয়ার দাবি আরও জোরালোভাবে জানানোর জন্য রাশিয়া এবং ইউক্রেনের দূতকে তলব করেছেন বিদেশসচিব। রাশিয়া এবং ইউক্রেনে আমাদের রাষ্ট্রদূতরাও একই পদক্ষেপ করেছেন।' তবে সরকারি আশ্বাসবাণী সত্বেও মন মানে না মা-বাবা ও পরিবারের। সন্তানকে না দেখে শ্বাস ফেলাও কঠিন হয়ে দাঁড়িয়েছে তাঁদের জন্য।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Student in Ukraine: মায়ের মন কাঁদে, 'আমরা এখানে খাবার খাচ্ছি, আমার সন্তান অভুক্ত...' উদ্বেগ বাড়ছে তমলুকের পাঁজা পরিবারে!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement