TRENDING:

Locket Chatterjee: মোদির সভায় ডাক না পেয়ে বিরাট পদক্ষেপ! একী করে বসলেন লকেট? দিল্লির দরবারে তুমুল শোরগোল!

Last Updated:

Locket Chatterjee: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গের বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে। সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে দলের দুই প্রভাবশালী নেত্রী, লকেট চট্টোপাধ্যায় এবং ভারতী ঘোষ, বাদ পড়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই পশ্চিমবঙ্গের বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে। সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ দলীয় কর্মসূচিতে দলের দুই প্রভাবশালী নেত্রী, লকেট চট্টোপাধ্যায় এবং ভারতী ঘোষ, বাদ পড়েছেন। দমদমে প্রধানমন্ত্রীর সভায় সাধারণ সম্পাদক পদে থাকা সত্ত্বেও লকেটকে মঞ্চে ডাকা হয়নি। অন্যদিকে, ‘নারী শক্তি’ সম্মেলনে আমন্ত্রণ পাননি ভারতী ঘোষ।
লকেট চট্টোপাধ্যায়
লকেট চট্টোপাধ্যায়
advertisement

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুই নেত্রীই দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনাটি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের অজান্তে ঘটেছে বলে দাবি করা হলেও, এর প্রভাব অনেক দূর গড়িয়েছে। প্রধানমন্ত্রীর দফতর রাজ্য নেতৃত্বের কাছে জানতে চেয়েছে কেন লকেট চট্টোপাধ্যায়কে দমদমের সভায় আমন্ত্রণ জানানো হয়নি?

আরও পড়ুন: স্টেশনে হাঁটছিলেন গার্ড, আচমকা সোজা লাইনে…! পরমুহূর্তে যা ঘটল, বুলেট গতিতে ভাইরাল CCTV ভিডিও

advertisement

এই অভ্যন্তরীণ কোন্দলের শিকার শুধু লকেট ও ভারতী নন, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও টানা তিনবার প্রধানমন্ত্রীর সভায় ডাকা হয়নি। যখন প্রধানমন্ত্রী দমদমে ছিলেন, দিলীপ তখন বেঙ্গালুরুতে ছিলেন। এই ঘটনার পর দিলীপ ঘোষ আবারও ইঙ্গিত দিয়েছেন যে তিনি খড়গপুর থেকে নির্বাচনে লড়তে ইচ্ছুক। তিনি বলেন, খড়গপুরের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক রয়েছে এবং তিনি সেখানকার ভোটার।

advertisement

আরও পড়ুন: ফুটফুটে হয়ে যাবে মুখ…! রাতে ঘুমোনোর আগে মুখে লাগান দুই অলৌকিক ‘জিনিস’, ৭ দিনে দেখুন তফাৎ, লজ্জা পাবে পূর্ণিমার চাঁদ!

সব মিলিয়ে, এই ঘটনাগুলো প্রমাণ করে যে পশ্চিমবঙ্গের বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। দলের নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সরাসরি অভিযোগ করছেন, এবং জেলা স্তরেও ‘ব্যানার রাজনীতি’ চলছে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ কুকুর কামড়ালে কী করবেন জানেন…? সঙ্গে সঙ্গে করুন এই ‘কাজ’, বলে দিলেন এক্সপার্ট

এই পরিস্থিতি ২০২৬ সালের নির্বাচনের আগে দলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। গোষ্ঠীদ্বন্দ্বের আরও একটি উদাহরণ দেখা গিয়েছে তমলুক সাংগঠনিক জেলার সভায়। সেই সভার ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ছিল, কিন্তু রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের ছবি ছিল না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোরে ১১ ডিগ্রিতে কাঁপুনি, ঘন কুয়াশায় রেড অ্যালার্ট, জমিয়ে শীতেই ক্রিসমাস
আরও দেখুন

সাধারণত, বিজেপির জেলা স্তরের সভায় রাজ্য সভাপতির ছবি থাকে, তাই তার ছবি বাদ পড়া নিয়ে দলীয় মহলে প্রশ্ন উঠেছে। তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে এক হয়ে কাজ করার নির্দেশ বারংবার দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Locket Chatterjee: মোদির সভায় ডাক না পেয়ে বিরাট পদক্ষেপ! একী করে বসলেন লকেট? দিল্লির দরবারে তুমুল শোরগোল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল