স্টেশনে হাঁটছিলেন গার্ড, আচমকা সোজা লাইনে...! পরমুহূর্তে যা ঘটল, বুলেট গতিতে ভাইরাল CCTV ভিডিও

Last Updated:

Metro Guard Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ভিডিও ভাইরাল হয় যা কখনও বেশ মজাদার হয় আবার কখনও সেই ভিডিও দেখলে আঁতকে উঠতে হয়। এবার এমনই একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কী দেখা গিয়েছে এই ভিডিওতে? হার্টের জোর থাকলে নিজেই দেখুন!

বুলেট গতিতে ভাইরাল CCTV ভিডিও
বুলেট গতিতে ভাইরাল CCTV ভিডিও
ভাইরাল ভিডিও: সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নানা ভিডিও ভাইরাল হয় যা কখনও বেশ মজাদার হয় আবার কখনও সেই ভিডিও দেখলে আঁতকে উঠতে হয়। এবার এমনই একটি ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। কী দেখা গিয়েছে এই ভিডিওতে? হার্টের জোর থাকলে নিজেই দেখুন!
বেঙ্গালুরু থেকে প্রকাশ্যে আসা এই হাড়হিম ভিডিওটি রাগিগুড্ডা মেট্রো স্টেশনের ইয়েলো লাইনের। সিসিটিভি ফুটেজটি দেখে চোখ কপালে উঠবে। দেখুন কীভাবে এক গার্ড স্টেশনে হাঁটতে হাঁটতে আচমকা মেট্রো ট্র্যাকে পড়ে যান। গার্ডকে বাঁচাতে তৎক্ষণাৎ ছুটে আসেন এক যাত্রী। তারপরেই যা ঘটে তা এককথায় রোমহর্ষক।
advertisement
advertisement
বিএমআরসিএল-এর একটি সূত্র সর্বভারতীয় সংবাদ সংস্থা দ্য হিন্দুকে জানিয়েছে, ওই গার্ড ১৬ ঘণ্টা ধরে ডিউটিতে ছিলেন এবং তিনি খুব কমই বিশ্রাম নিয়েছিলেন, যার কারণেই সম্ভবত এই দুর্ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর, সোমবার, ২৫ অগাস্ট সকাল ১১.১০ নাগাদ বেঙ্গালুরু মেট্রোর একজন নিরাপত্তারক্ষী আচমকা ট্রেনের লাইনে পড়ে যান। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (BMRCL) এর কর্মকর্তাদের মতে, ২ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত গার্ড আচমকাই স্টেশন থেকে পিছলে বৈদ্যুতিক ট্র্যাকে পড়ে যান। সেইসময় ১ নম্বর প্ল্যাটফর্মে কর্তব্যরত আরেকজন নিরাপত্তারক্ষী দ্রুত এমার্জেন্সি ট্রিপ সুইচটি (ETS) চালু করে দেন যার ফলে ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে ওই গার্ডকে বিপদের মুখে দেখেই ছুটে আসেন প্ল্যাটফর্মের একজন যাত্রীও। হাত ধরে টেনে কোনওরকমে তিনি ওই গার্ডকে বাঁচিয়ে নেন।
advertisement
advertisement
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে এই আকস্মিক বিপদের জেরে সেই সময় ইয়েলো লাইনে আগত একটি ট্রেন থামানো হয়েছিল এবং প্রায় ছয় মিনিটের জন্য রেল পরিষেবা সম্পূর্ণ ব্যাহত করা হয়েছিল। তবে জানা গিয়েছে এই দুর্ঘটনায় ৫২ বছর বয়সি নিরাপত্তারক্ষীর কোনও আঘাত লাগেনি এবং তিনি নিরাপদেই আছেন।
advertisement
এদিকে ঘটনার পরে বিএমআরসিএল-এর অন্য আরেকটি সূত্র মিডিয়াকে জানিয়েছে, গার্ডটি প্রায় ১৬ ঘণ্টা ধরে ডিউটিতে ছিলেন এবং কাজে ফিরে আসার আগে কেবল কিছুক্ষণ বিশ্রাম নিতে পেরেছিলেন। এই ঘটনার পর, গার্ডকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং কীভাবে এত দীর্ঘ শিফটের অনুমতি দেওয়া হয়েছিল তা নির্ধারণের জন্য একটি অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে। স্টেশন ম্যানেজারকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্টেশনে হাঁটছিলেন গার্ড, আচমকা সোজা লাইনে...! পরমুহূর্তে যা ঘটল, বুলেট গতিতে ভাইরাল CCTV ভিডিও
Next Article
advertisement
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর! বাংলাদেশে সঙ্কটের আবহে বিস্ফোরক অভিযোগ!  
হাদি হত্যাকাণ্ডের অভিযুক্তকে দু’বার জামিন পাইয়ে দেন জামাত নেতা, দাবি বিএনপি নেত্রীর 
  • বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি অভিযোগ করেন, হাদি হত্যার আসামিকে জামাত নেতা শিশির মনির দু’বার জামিন দেন.

  • হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক সংযোগ ও জামিন নিয়ে গুরুতর অসঙ্গতির অভিযোগ তুলেছেন বিএনপি নেত্রী.

  • বাংলাদেশ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ভারতে পালিয়েছে বা নয়াদিল্লির ভূমিকা রয়েছে এমন কোনও প্রমাণ মেলেনি.

VIEW MORE
advertisement
advertisement