গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার লোডশেডিং চলেছে শহর কলকাতা থেকে শহরতলিতে। এই বিষয় নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। একে তুমুল দাবদাহ তার উপর নাগাড়ে পাওয়ার কাট। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। সব মিলিয়ে অবস্থা চরমে পৌঁছেছে শহরবাসীর।
আরও পড়ুন: ৩ জা ৩ দলে…! আদরের ‘ভাগ্নি’ অভিনেত্রী সাংসদ! পঞ্চায়েত ভোটে তোলপাড় ফেললেন মিমির মামিরা
advertisement
আরও পড়ুন: বিরাট সাইজের ইলিশ ধরা পড়ল জালে! দাম উঠল সাড়ে ৮ হাজার টাকা! ওজন কত? শুনলে চমকে যাবেন
এই নিয়েই এবার সিইসিরসঙ্গে বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের বৈঠকে উপস্থিত সিইএসসি আধিকারিকদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “আর যেন কোনও অভিযোগ আমার কাছে না আসে”।
প্রসঙ্গত, আজ এই নিয়ে তৃতীয়বার সিইএসসির সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন দফতরের সচিব শান্তনু বসু। বিগত কয়েকদিন ধরেই কলকাতা, হাওড়া, দমদম, শ্রীরামপুর, ব্যারাকপুর-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক লোডশেডিং চলছে।
গ্রাহকদের অভিযোগ সিইএসসিকে বারবার জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না৷ একাধিকবার ফোন করলেও কোনও রেসপন্স নেই৷ এই অবস্থায় বিদ্যুৎ সংস্থার শীর্ষ আধিকারিকদের ডেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস৷ তিনি এদিন সিইএসসিকে জানিয়েছেন, তাদের এই আচরণের জন্য রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্যা সমাধানের নির্দেশও দেন তিনি।