TRENDING:

Load Shedding: লাগাতার লোডশেডিং বন্ধ হবে কবে...? CESC-কে তীব্র ভর্ৎসনা বিদ্যুৎ মন্ত্রীর! দিলেন কড়া হুঁশিয়ারি

Last Updated:

Load Shedding: একে তুমুল দাবদাহ তার উপর নাগাড়ে পাওয়ার কাট। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। সব মিলিয়ে অবস্থা চরমে পৌঁছেছে শহরবাসীর। এই নিয়েই এবার সিইসিরসঙ্গে বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা, হাওড়া, দমদম ও শ্রীরামপুরে লাগাতার লোডশেডিংয়ের জন্য এবার সিইএসসিকে তীব্র ভর্ৎসনা বিদ্যুৎ মন্ত্রীর। আজ সিইএসসি-র সঙ্গে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। লোডশেডিং কমাতে প্রয়োজনে টেকনিক্যাল টিম ও ম্যানপাওয়ার বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
লোডশেডিং বন্ধ হবে কবে?
লোডশেডিং বন্ধ হবে কবে?
advertisement

গত কয়েক সপ্তাহ ধরেই লাগাতার লোডশেডিং চলেছে শহর কলকাতা থেকে শহরতলিতে। এই বিষয় নিয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। একে তুমুল দাবদাহ তার উপর নাগাড়ে পাওয়ার কাট। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। সব মিলিয়ে অবস্থা চরমে পৌঁছেছে শহরবাসীর।

আরও পড়ুন: ৩ জা ৩ দলে…! আদরের ‘ভাগ্নি’ অভিনেত্রী সাংসদ! পঞ্চায়েত ভোটে তোলপাড় ফেললেন মিমির মামিরা

advertisement

আরও পড়ুন: বিরাট সাইজের ইলিশ ধরা পড়ল জালে! দাম উঠল সাড়ে ৮ হাজার টাকা! ওজন কত? শুনলে চমকে যাবেন

এই নিয়েই এবার সিইসিরসঙ্গে বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন মন্ত্রী অরূপ বিশ্বাস। এদিনের বৈঠকে উপস্থিত সিইএসসি আধিকারিকদের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, “আর যেন কোনও অভিযোগ আমার কাছে না আসে”।

advertisement

প্রসঙ্গত, আজ এই নিয়ে তৃতীয়বার সিইএসসির সঙ্গে বৈঠক করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন দফতরের সচিব শান্তনু বসু। বিগত কয়েকদিন ধরেই কলকাতা, হাওড়া, দমদম, শ্রীরামপুর, ব্যারাকপুর-সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক লোডশেডিং চলছে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

গ্রাহকদের অভিযোগ সিইএসসিকে বারবার জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না৷ একাধিকবার ফোন করলেও কোনও রেসপন্স নেই৷ এই অবস্থায় বিদ্যুৎ সংস্থার শীর্ষ আধিকারিকদের ডেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস৷ তিনি এদিন সিইএসসিকে জানিয়েছেন, তাদের এই আচরণের জন্য রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে। পাশাপাশি যুদ্ধকালীন পরিস্থিতিতে সমস্যা সমাধানের নির্দেশও দেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Load Shedding: লাগাতার লোডশেডিং বন্ধ হবে কবে...? CESC-কে তীব্র ভর্ৎসনা বিদ্যুৎ মন্ত্রীর! দিলেন কড়া হুঁশিয়ারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল