TRENDING:

West Bengal News: 'কম দাম ভাল মান', স্ট্রাটেজিতে কেকের বাজার মাত করল 'ছোট'রা

Last Updated:

West Bengal News: দ্বিতীয়ত হাতের নাগালে সেই কেক পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ পাড়ায় বা বাজারে বাড়ির কাছে সেই কেক মানুষের কাছে পৌঁছে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বড়দিনের কেকের চাহিদা মেটাতে অনেক আগে থেকেই প্রস্তুতি নেয় কেক প্রস্তুতকারক সংস্থাগুলো। অন্যদের পিছনে ফেলে নিজেদের পণ্য বিক্রি করার জন্য প্রতিযোগিতা করে চলে বড় বড় সংস্থাগুলো। এর জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় বিজ্ঞাপনের পিছনে। বড়দিনের সেই বড় প্রতিযোগিতায় এঁটে উঠতে পারে না ছোট বেকারিগুলো। ফলে অন্য রাস্তায় হেঁটে টিকে থাকার রণকৌশল নিয়েছে তারা। প্রথমত এরা তেমনই গ্রাহক টার্গেট করেছে যাদের বাজেট তুলনামূলক কম।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

দ্বিতীয়ত হাতের নাগালে সেই কেক পৌঁছে দেওয়া যায়। অর্থাৎ পাড়ায় বা বাজারে বাড়ির কাছে সেই কেক মানুষের কাছে পৌঁছে যায়। আর যেখানে তথাকথিত বড় সংস্থার দোকান নেই বা কম আছে এমন জায়গাকেই বাছা হয়েছে। তৃতীয়ত কম দামে ভালো মান। হাটেবাজারে মাইকে এই প্রচার চালানো। এর ফলে অনেক 'ব্রান্ডেড' ক্রেতাকেও কাছে টানার চেষ্টা।

advertisement

আরও পড়ুন: ৬ আসনের সবকটিতে জয়, পঞ্চায়েতের আগে বামেদের জয়জয়কার!

এই তিন কৌশলে বড় দিনের বাজারে সাফল্য পেয়েছে ছোট বেকারিগুলো।

সোনারপুরে পাড়ায় পাড়ায় ঘুরে কেক বিক্রি করে সাফল্য পেয়েছে রতন দাস। তিনি বলেন, "বড় সংস্থাগুলো প্রচারে অনেক টাকা খরচ করে থাকে। ছোট বেকারিগুলোর অবশ্য সেসবের বালাই নেই। তাই সেই টাকাটা তারা জিনিসের মান ভালো করার জন্য খরচ করতে পারে আর দামটাও কম রাখা যায়। এটাই গ্রাহকদের বোঝানো গিয়েছে। গ্রাহকদের কাছ থেকেও ভালো সাড়া মিলেছে।"

advertisement

আরও পড়ুন: মাত্র ৩৯৯ টাকা থেকে শুরু, এক নজরে দেখে নিন BSNL-সেরা ব্রডব্যান্ড এবং ফাইবার প্ল্যান!

সেরা ভিডিও

আরও দেখুন
নদীর জলে ভেসে গেল গণ্ডার, প্রাণ বাঁচাতে যা করল..! হু হু করে ভাইরাল ভিডিও
আরও দেখুন

মধ্যমগ্রাম স্টেশনের কাছে ফুটপাতে কেক বিক্রি করছেন প্রদীপ হালদার। তিনি বলেন, "বাজার ভালোই হয়েছে এবার। পরিচিত মানুষের কাছে 'স্যাম্পেল টেস্ট' করিয়ে মানের পরিচিতি করানো হয়েছে। দামের তুলনায় জিনিসের মান কীরকম ক্রেতারা নিজেরাই তা উপলব্ধি করতে পেরেছেন।" সোনারপুরের বাসিন্দা নির্মল রায় বলেন, "বড় সংস্থার কেক তো ভালোই হবে। কিন্তু এবার বাড়ির সামনে থেকে এই কেক নেওয়া হয়েছে। মানটা খুবই ভালো দামের তুলনায়।"

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News: 'কম দাম ভাল মান', স্ট্রাটেজিতে কেকের বাজার মাত করল 'ছোট'রা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল