মদের বোতলের লেবেল-এ ‘QR Code’ থাকার বিষয়টি আগে থেকেই ছিল৷ কিন্তু, এবার দামি মদের ক্ষেত্রে আরও একটু বেশি সতর্ক দফতর৷ জানা গিয়েছে, এই বিশেষ ‘QR Code’ হবে ওয়ান টাইম কিউআর কোড৷ এই কোড পেতে বোতলের লেবেলের উপরের একটি অংশে স্ক্র্যাচ করতে হবে গ্রাহকদের। স্ক্র্যাচ করে ‘QR Code’ বেরিয়ে এলে মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করলেই হয়ে যাবে আসল-নকল যাচাই৷ কিন্তু, শুধুমাত্র একবারই স্ক্যান করা যাবে এই কিউ আর কোড। ফলে পুরনো বোতলে কেউ নকল মদ বিক্রি করতে গেলে হাতেনাতে ধরা পড়বে।
advertisement
প্রসঙ্গত, আবগারি দফতর সূত্রের খবর, এবছর পুজোর ৫ দিনে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয়েছে রাজ্যের। সপ্তমী ও নবমীর দিন মদ বিক্রি করে সব থেকে বেশি আয় করেছে রাজ্য। শুধু তাই নয়, গোটা অক্টোবর মাস জুড়ে মদ বিক্রি করে রাজ্যের আয় এক হাজার কোটি হতে পারে৷ এমনটাই ধারণা আবগারি দফতরের আধিকারিকদের।
গত সাত মাসে রাজ্যের আবগারি দফতরের মদ থেকেই আয় হয়েছে দশ হাজার কোটি টাকা। আবগারি দফতরে ২০ শতাংশ গ্রোথ চলছে বলে সূত্রের খবর৷
আরও পড়ুন: পেইন কিলারে দিয়ে কাপড় কাচুন! ঠিক এই ভাবে, দাগটাগ সব উধাও হয়ে যাবে
নকল মদ বিক্রি ঠেকাতে, কিউ আর কোডের পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছে আবগারি দফতর। যে হলোগ্রাম স্টিকার দিয়ে মদের বোতল সিল করা থাকে সেই স্টিকারের মাপ আরও বাড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, কালীপুজো ও দীপাবলির আগে নকল মদ বিক্রি ঠেকাতে সচেতনতামূলক কয়েক দফা পদক্ষেপ করতে চলেছে আবগারি দফতর। বিভিন্ন অফ শপ ও অন শপে করা হবে সচেতনতামূলক প্রচার৷ বিশেষ কর্মসূচি হিসেবে পোস্টার ব্যানার দিয়ে গ্রাহকদের সচেতন করা হবে নকল ও আসল মদ সম্পর্কে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়