TRENDING:

Viral News : বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’! ইংরেজি মাধ্যম স্কুলের চিঠি ঘিরে বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া

Last Updated:

Viral : জানানো হয়েছে তাঁর পরিষেবার আর দরকার নেই স্কুলে৷ কিন্তু কারণ হিসেবে যা বলা হয়েছে তাতেই ঘোরতর আপত্তি নেটমহলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি সামাজিক মাধ্যমে৷ এ বার ভাইরাল হল এমন এক চিঠি, যেখানে কি না বাংলা ভাষাকেই বলা হয়েছে অস্তিত্বহীন! আড়িয়াদহের এক ইংরেজি মাধ্যম স্কুলের তরফে দেওয়া সেই চিঠি দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শাখাপ্রশাখায়৷ কী আছে সেই চিঠিতে? সেই ফর্ম্যাল লেটারের মাধ্যমে এক জন শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে৷ জানানো হয়েছে তাঁর পরিষেবার আর দরকার নেই স্কুলে৷ কিন্তু কারণ হিসেবে যা বলা হয়েছে তাতেই ঘোরতর আপত্তি নেটমহলের৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ভাইরাল সেই চিঠিতে জানানো হয়েছে ওই স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে পড়ানো হয় হিন্দি এবং বাংলা৷ অর্থাৎ পড়ুয়ারা এর মধ্যে যে কোনও একটি ভাষাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে বেছে নিতে পারে৷ কিন্তু পরিসংখ্যান বলছে স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রায় সকলে হিন্দিকেই বেছে নিচ্ছে৷ বাংলা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ছে মাত্র ২-১ জন৷ সেটা তাদের বাড়িতেই পড়ার জন্য বলা হচ্ছে স্কুল থেকে! এই পরিস্থিতিতে স্কুলে আর কোনও বাংলা ভাষার ক্লাস না হওয়ায় সেই ভাষার শিক্ষকেরও দরকার থাকছে না৷ তাই বাংলাভাষার শিক্ষক শিক্ষিকাদেরও তাই স্কুলে থাকার আর কোনও প্রয়োজন নেই৷ কারণ বাংলা ভাষাই প্রায় অস্তিত্বহীন৷

advertisement

আরও পড়ুন : ডাউন সিন্ড্রোম আক্রান্ত শিশুকে দত্তক নিয়ে দেশের সর্বকনিষ্ঠ সিঙ্গল ফাদার আদিত্যর বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু

এই চিঠি দিয়ে যে শিক্ষিকাকে ছাঁটাই করা হয়েছে তিনিই সামাজিক মাধ্যমে চিঠিটি পোস্ট করেছেন বলে জানা গিয়েছে৷ তার শনিবার সারা দিন চিঠি ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়৷ চিঠির বয়ান নিয়ে কার্যত তোপ দেগেছেন নেটিজেনরা৷ তাছাড়া ইংরেজি চিঠিটাও ব্যাকরণগত ভুলে ভরা বলে চিহ্নিত করেছেন নেটিজেনরা৷

advertisement

আরও পড়ুন :  সাধিকার জীবন কাটিয়ে সফল ইউপিএসসি পরীক্ষায়, গ্রামের মেয়ে পরী এখন ব্যস্ত আইএএস অফিসার

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আড়িয়াদহের মতো শহরতলিতেও বাংলার প্রতি পড়ুয়াদের এই তীব্র অনীহা ভাবিয়ে তুলেছে ভাষাবিদদের৷ তাছাড়া নেটিজেনদের জিজ্ঞাসা, শিক্ষা প্রতিষ্ঠানের তরফেই যদি কোনও ভাষাকে অস্তিত্বহীন তকমা দিয়ে দেওয়া হয়, তাহলে সমাজের কাছে কী বার্তা পৌঁছবে? প্রশ্ন উস্কে দিল বেসরকারি স্কুলের বরখাস্ত-চিঠি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Viral News : বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’! ইংরেজি মাধ্যম স্কুলের চিঠি ঘিরে বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল