TRENDING:

Viral News : বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’! ইংরেজি মাধ্যম স্কুলের চিঠি ঘিরে বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া

Last Updated:

Viral : জানানো হয়েছে তাঁর পরিষেবার আর দরকার নেই স্কুলে৷ কিন্তু কারণ হিসেবে যা বলা হয়েছে তাতেই ঘোরতর আপত্তি নেটমহলের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি সামাজিক মাধ্যমে৷ এ বার ভাইরাল হল এমন এক চিঠি, যেখানে কি না বাংলা ভাষাকেই বলা হয়েছে অস্তিত্বহীন! আড়িয়াদহের এক ইংরেজি মাধ্যম স্কুলের তরফে দেওয়া সেই চিঠি দ্রুত ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শাখাপ্রশাখায়৷ কী আছে সেই চিঠিতে? সেই ফর্ম্যাল লেটারের মাধ্যমে এক জন শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে৷ জানানো হয়েছে তাঁর পরিষেবার আর দরকার নেই স্কুলে৷ কিন্তু কারণ হিসেবে যা বলা হয়েছে তাতেই ঘোরতর আপত্তি নেটমহলের৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

ভাইরাল সেই চিঠিতে জানানো হয়েছে ওই স্কুলে দ্বিতীয় ভাষা হিসেবে পড়ানো হয় হিন্দি এবং বাংলা৷ অর্থাৎ পড়ুয়ারা এর মধ্যে যে কোনও একটি ভাষাকে তাদের দ্বিতীয় ভাষা হিসেবে বেছে নিতে পারে৷ কিন্তু পরিসংখ্যান বলছে স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রায় সকলে হিন্দিকেই বেছে নিচ্ছে৷ বাংলা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ছে মাত্র ২-১ জন৷ সেটা তাদের বাড়িতেই পড়ার জন্য বলা হচ্ছে স্কুল থেকে! এই পরিস্থিতিতে স্কুলে আর কোনও বাংলা ভাষার ক্লাস না হওয়ায় সেই ভাষার শিক্ষকেরও দরকার থাকছে না৷ তাই বাংলাভাষার শিক্ষক শিক্ষিকাদেরও তাই স্কুলে থাকার আর কোনও প্রয়োজন নেই৷ কারণ বাংলা ভাষাই প্রায় অস্তিত্বহীন৷

advertisement

আরও পড়ুন : ডাউন সিন্ড্রোম আক্রান্ত শিশুকে দত্তক নিয়ে দেশের সর্বকনিষ্ঠ সিঙ্গল ফাদার আদিত্যর বিয়েতে অতিথি ছিলেন ১০ হাজার গৃহহীন ও অনাথ শিশু

এই চিঠি দিয়ে যে শিক্ষিকাকে ছাঁটাই করা হয়েছে তিনিই সামাজিক মাধ্যমে চিঠিটি পোস্ট করেছেন বলে জানা গিয়েছে৷ তার শনিবার সারা দিন চিঠি ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়৷ চিঠির বয়ান নিয়ে কার্যত তোপ দেগেছেন নেটিজেনরা৷ তাছাড়া ইংরেজি চিঠিটাও ব্যাকরণগত ভুলে ভরা বলে চিহ্নিত করেছেন নেটিজেনরা৷

advertisement

আরও পড়ুন :  সাধিকার জীবন কাটিয়ে সফল ইউপিএসসি পরীক্ষায়, গ্রামের মেয়ে পরী এখন ব্যস্ত আইএএস অফিসার

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

আড়িয়াদহের মতো শহরতলিতেও বাংলার প্রতি পড়ুয়াদের এই তীব্র অনীহা ভাবিয়ে তুলেছে ভাষাবিদদের৷ তাছাড়া নেটিজেনদের জিজ্ঞাসা, শিক্ষা প্রতিষ্ঠানের তরফেই যদি কোনও ভাষাকে অস্তিত্বহীন তকমা দিয়ে দেওয়া হয়, তাহলে সমাজের কাছে কী বার্তা পৌঁছবে? প্রশ্ন উস্কে দিল বেসরকারি স্কুলের বরখাস্ত-চিঠি৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Viral News : বাংলা ভাষা ‘অস্তিত্বহীন’! ইংরেজি মাধ্যম স্কুলের চিঠি ঘিরে বিতর্কে সরগরম সোশ্যাল মিডিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল