জানা গিয়েছে, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার তাঁরা কলকাতায় এসেছেন। তবে তাঁরা মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে দেখা করবেন কিনা সেটা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বিদ্যুৎ চলে যাওয়ায় এবার বিদায় বিশ্বভারতীর বিতর্কিত ফলকেরও, বিরাট নির্দেশ কেন্দ্রের
বৃহস্পতিবার সকালে কলকাতায় এসে পৌঁছন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এবং আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সূত্রের খবর ব্যক্তিগত আমন্ত্রণে যোগ দিতেই কলকাতায় এসেছেন তারা। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তারা। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা কোন সাক্ষাৎ করবেন কিনা, সে বিষয়ে তেজস্বী যাদব জানাবেন বলেই জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: মহেশতলায় রাতের অন্ধকারে দোকান ঘর ঢালাই এক ব্যক্তির! রাতে কেন? কারণ শুনলে আঁতকে উঠবেন
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য লালুপ্রসাদ এবং তেজস্বী। সেই জোটেরই অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিহারে গিয়ে লালুর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেছিলেন মমতা। বৈঠকও করেন। নীতীশ কুমারের সঙ্গে কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন তেজস্বীও। এবার কি আরজেডি সুপ্রিমো কলকাতায় এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন? সেই প্রশ্নই ঘুরছে রাজ্য রাজনীতিতে।