Visva Bharati Plaque Row: বিদ্যুৎ চলে যাওয়ায় এবার বিদায় বিশ্বভারতীর বিতর্কিত ফলকেরও, বিরাট নির্দেশ কেন্দ্রের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Visva Bharati Plaque Row: মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চিঠি। সেই চিঠিতে ইউনেসকোর স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করতে প্রাক্তন উপাচার্যের লাগানো ফলক পাল্টে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতা: বিশ্বভারতীর ফলক বিতর্কে এবার সরাসরি আসরে নামল কেন্দ্রীয় সরকারের। UNESCO-র তরফে হেরিটেজ ঘোষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সদ্য প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নামাঙ্কিত যে ফলক বসানো হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বরে, সেটি পাল্টে ফেলার নির্দেশ দেওয়া হল কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে ফলক পাল্টানোর এই নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ফলকে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী কিংবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম থাকবে না বলে নির্দেশে জানানো হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের চিঠি। সেই চিঠিতে ইউনেসকোর স্বীকৃতি পাওয়াকে স্মরণীয় করতে প্রাক্তন উপাচার্যের লাগানো ফলক পাল্টে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ফলকে কী লেখা হবে তা ঠিক করতে কর্তৃপক্ষকে কমিটি গড়ার নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। শিক্ষামন্ত্রকের চিঠি পাওয়ার পরেই চার জন অধ্যাপককে নিয়ে কমিটি গড়েছে বিশ্বভারতী। কেন্দ্রের নির্দেশ পেয়েই ইতিমধ্যে অমল পাল, শকুন্তলা মিশ্র, মানবেন্দ্র মুখোপাধ্যায় সহ ৪ জন অধ্যাপকের কমিটি গঠন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।
advertisement
advertisement
গত সেপ্টেম্বরে ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এর পর বিশ্ববিদ্যালয়ে একটি ফলক বসান তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সেই ফলকে আচার্য ও উপাচার্যের নাম থাকলেও ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। উপাচার্যের এই পদক্ষেপে গর্জে ওঠেন সব স্তরের মানুষ।
advertisement
তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ফলক পাল্টানোর দাবি তোলেন তিনি। ফলক পাল্টানোর দাবি নিয়ে, কবিগুরুর ছবি বুকে নিয়ে আন্দোলনের ডাক দেন তিনি। সেই মতো বিশ্বভারতীর সিদ্ধান্তের বিরুদ্ধে ধর্না, বিক্ষোভ শুরু হয়। তৃণমূলের পাশাপাশি, বাম এবং কংগ্রেসও প্রতিবাদে সরব হয়। কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি লিখে তীব্র আক্রমণ শানান বিদ্যুৎও। এর কিছুদিনের মধ্যেই উপাচার্যের মেয়াদ শেষ হয় বিদ্যুৎ চক্রবর্তীর। এরপরই কেন্দ্রের তরফে এল নতুন নির্দেশ।
advertisement
সূত্রের খবর, নতুন ফলকে লেখার জন্য একটি ছোটখাটো অনুচ্ছেদও পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই ইংরাজি অনুচ্ছেদটিকে বাংলা এবং হিন্দিতে অনুবাদ করা হবে বলে খবর। ইংরাজি, বাংলা এবং হিন্দি, এই তিন ভাষাতেই ওই অনুচ্ছেদ বিশ্বভারতীর নতুন ফলকে লেখা থাকবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। তেমন ভাবেই নতুন ফলক প্রস্তুত করার নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2023 3:51 PM IST