Jyotipriya Mallick News: পাশের সেলেই পার্থ, শোনা মাত্রই যা করলেন জ্যোতিপ্রিয়! মাথায় হাত সকলের! জেলে জব্বর ঘটনা
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
Jyotipriya Mallick News: জেলে গিয়ে এক ওয়ার্ডয়ে থেকেও জোত্যিপ্ৰিয় মল্লিক দেখা করতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে।
অর্পিতা হাজরা, কলকাতা: জোত্যিপ্ৰিয়র না পার্থর সঙ্গে দেখা করায়! এক ওয়ার্ডে ‘প্রতিবেশী’ মন্ত্রীর সঙ্গে দেখা করতে নারাজ? প্রেসিডেন্সি সংশোধনাগারে পহেলা বাইশ ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে ঢোকার সময় তীব্র আপত্তি জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী।
মন্ত্রী ক্ষুব্ধ বুঝে তাঁকে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করার প্রস্তাব দেওয়া হয় জেলের তরফে। তাতে অনীহা প্রকাশ করেন মন্ত্রী।
পরামর্শ দেওয়া হয়, পাশের সেলে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, আপনি চাইলে দেখা করতে পারেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচাৰ্য সহ বাকি কারও সঙ্গে দেখা করতে নারাজ জোত্যিপ্ৰিয়।
advertisement
ওয়ায়াকিবহল মহলের মতে, জেলে গিয়েও প্রভাব খাটানোর চেষ্টা জোত্যিপ্ৰিয়র? প্রেসিডেন্সি সংশোধনাগারে পহেলা বাইশ ওয়ার্ডের সাত নম্বর সেলে রয়েছেন জোত্যিপ্ৰিয়। দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিরাও রয়েছেন পাহেলা বাইশ ওয়ার্ডেই। সেখানে সাত নম্বর সেলে রয়েছেন জোত্যিপ্ৰিয় মল্লিক।
advertisement
জেল সূত্রে খবর, মোবাইল ফোনের জন্য বারবার আবদার করেন জ্যোতিপ্রিয়। জেল সূত্রে খবর, জেল আধিকারিকদের উপর প্রভাব খাটাতে একাধিকবার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নেন। যদিও রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জোত্যিপ্ৰিয়র কোনও অনুরোধ ধোপে টেকেনি।
advertisement
জেলে গিয়ে আবদারও করেছিলেন জোত্যিপ্ৰিয় মল্লিক। জেল সূত্রে খবর, জেলে জোত্যিপ্ৰিয় মল্লিকের আবদার “আমি রাজ্যের মন্ত্রী, জেল রাজ্যের আওতায়, এই সেলে থাকব না। এসএসকেএম হাসপাতালে পাঠাও। আমার বাঁদিক প্যারালাইসিস হয়ে গিয়েছে।” জেল হাসপাতালে চিকিৎসার পরে জেল হাসপাতাল জানায়, ”এখন ভর্তির দরকার নেই। আপনার শারীরিক অবস্থা ঠিক আছে।” তাতে ক্ষুব্ধ হন জোত্যিপ্ৰিয়। জেল সূত্রে এমনই খবর।
advertisement
প্রেসিডেন্সি জেলের ৭ নম্বর সেলে আছেন জোত্যিপ্ৰিয় মল্লিক। এমনকী তিনি প্রথম রাতে জেলে গিয়ে অনশনে বসার হুমকিও দেন। জেল সূত্রে খবর, জেলের প্রথম রাতে সেলের ভিতরে দেওয়ায় পরে বাড়ির খাবার প্রথম রাতে দেওয়া হয় আদালতের নির্দেশে। তখন জোত্যিপ্ৰিয় খেতে চাননি। জেল সূত্রে খবর, প্রায় ৭ ঘন্টা ধরে বুঝিয়ে রাত আড়াইটে নাগাদ খাওয়ানো হয় তাঁকে। এরপরে তাঁকে তাঁর মেডিসিন দেওয়া হয়। যদিও জেলের দ্বিতীয় দিনে আদালতের নির্দেশে তিনি ডায়েট চার্ট মেনে জেলের খাবারই খেয়েছেন বলে সূত্রের খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2023 1:43 PM IST