অর্পিতা হাজরা, কলকাতা: জোত্যিপ্ৰিয়র না পার্থর সঙ্গে দেখা করায়! এক ওয়ার্ডে ‘প্রতিবেশী’ মন্ত্রীর সঙ্গে দেখা করতে নারাজ? প্রেসিডেন্সি সংশোধনাগারে পহেলা বাইশ ওয়ার্ডে থাকা সত্ত্বেও জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করতে নারাজ জ্যোতিপ্রিয় মল্লিক। জেল সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের পয়লা বাইশ ওয়ার্ডে ঢোকার সময় তীব্র আপত্তি জানান প্রাক্তন খাদ্যমন্ত্রী।
মন্ত্রী ক্ষুব্ধ বুঝে তাঁকে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সঙ্গে দেখা করার প্রস্তাব দেওয়া হয় জেলের তরফে। তাতে অনীহা প্রকাশ করেন মন্ত্রী।
পরামর্শ দেওয়া হয়, পাশের সেলে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন, আপনি চাইলে দেখা করতে পারেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচাৰ্য সহ বাকি কারও সঙ্গে দেখা করতে নারাজ জোত্যিপ্ৰিয়।
advertisement
ওয়ায়াকিবহল মহলের মতে, জেলে গিয়েও প্রভাব খাটানোর চেষ্টা জোত্যিপ্ৰিয়র? প্রেসিডেন্সি সংশোধনাগারে পহেলা বাইশ ওয়ার্ডের সাত নম্বর সেলে রয়েছেন জোত্যিপ্ৰিয়। দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিরাও রয়েছেন পাহেলা বাইশ ওয়ার্ডেই। সেখানে সাত নম্বর সেলে রয়েছেন জোত্যিপ্ৰিয় মল্লিক।
জেল সূত্রে খবর, মোবাইল ফোনের জন্য বারবার আবদার করেন জ্যোতিপ্রিয়। জেল সূত্রে খবর, জেল আধিকারিকদের উপর প্রভাব খাটাতে একাধিকবার রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম নেন। যদিও রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত জোত্যিপ্ৰিয়র কোনও অনুরোধ ধোপে টেকেনি।