Jyotipriya Mallick News: হঠাৎ বদলে গেছে সময়, জেলের প্রথম রাতে কী করলেন জ্যোতিপ্রিয়? সামনে এল চমকে ওঠা খবর
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Jyotipriya Mallick News: আদালতের নির্দেশ মতো রাতেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। কোর্টের নির্দেশ মেনেই জেলের নয়, ডায়েট অনুসারে খাবার দেওয়া হয়েছে বর্তমান বনমন্ত্রীকে।
কলকাতা: ইডি হেফাজতের পর চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। আগামী ১৬ নভেম্বর পর্যন্ত তিনি জেলে থাকবেন। গত ১৪ দিন ইডি হেফাজতে ছিলেন মন্ত্রী। এ বার জেলে থাকার পালা। রবিবার রাতেই জেলে ঢুকেছেন রাজ্যের বনমন্ত্রী। আদালতে জ্যোতিপ্রিয়ের আইনজীবী তাঁর জামিনের আবেদনও জানাননি। তবে ইডি হেফাজতে থেকে মন্ত্রীর স্বাস্থ্যের অবনতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জেলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবার আবেদনও জানানো হয়েছে।
আদালতের নির্দেশ মতো রাতেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। কোর্টের নির্দেশ মেনেই জেলের নয়, ডায়েট অনুসারে খাবার দেওয়া হয়েছে বর্তমান বনমন্ত্রীকে। অসুস্থ থাকলে জেল হাসপাতালে স্থান হয় বিচারাধীন বন্দির। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে জেল হাসপাতালে রাখা হয়নি।
advertisement
advertisement
পয়লা বাইশ সেল ওয়ার্ডে রাখা হয়েছে রেশন বণ্টন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীকে। প্রেসিডেন্সি জেল বা সংশোধনাগারে সবচেয়ে নিরাপত্তা বেশি রয়েছে ওই পয়লা বাইশ সেল ওয়ার্ডেই। পয়লা বাইশের বিভিন্ন সেলেই রয়েছেন এ রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিযুক্তরা। সেখানেই আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও।
advertisement
কিন্তু জেলের প্রথম রাতে কী করলেন জ্যোতিপ্রিয় মল্লিক? সূত্রের খবর, জেলের প্রথম রাতে চোখের জল ফেলেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। জেলে মন্ত্রীর জন্য কোনও খাটের ব্যবস্থা নেই। মাটিতেই কম্বল পেতে শুয়ে রাত কাটিয়েছেন জ্যোতিপ্রিয়। এমনকী কারও সঙ্গে কোনও কথাও বলেননি তিনি। চোখের জল ফেলেছেন কেবল।
জ্যোতিপ্রিয় মল্লিকের সেলের মধ্যে নেই টিভি, খাট, খবরের কাগজের মতো পরিষেবা। তাতে আরও হতাশ হয়েছেন বালু। সেলের মধ্যে খবরের কাগজ আসে। তবে ঘুরিয়ে–ফিরিয়ে তা পড়তে হয়। একটা কাগজ আলাদা করে কাউকে দেওয়া হয় না। তাই কাগজে চোখ রাখেননি জ্যোতিপ্রিয়। কিন্তু এখন শরীর অনেকটা ভাল আছে বলেই জেল সূত্রে খবর। রাতে হালকা ঘুম হয়েছে মন্ত্রীর, খুব ভোরে তিনি ঘুম থেকে উঠেও পড়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 13, 2023 5:07 PM IST