TRENDING:

Lalbazaar Abhijan বিনীতের পদত্যাগ দাবি, সারা রাত রাস্তায় বসে জুনিয়র চিকিৎসকরা! সমর্থন জানাতে এলেন দেবলীনা, সুদীপ্তা, চৈতি

Last Updated:

চিকিৎসকদের এই অবস্থান চলতে থাকায় অবরুদ্ধ হয়ে রয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সন্দীপ ঘোষের গ্রেফতারিকে নিজেদের নৈতিক জয় বলে মেনে নিলেও নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা৷ নিজেদের ঘোষণা মতো সোমবার সারারাত বি বি গাঙ্গুলী স্ট্রিটের উপরে লালবাজারগামী রাস্তায় বসে থাকেন তাঁরা৷ রাতেই বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসেন অভিনেত্রী চৈতি ঘোষাল, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্তরা৷ জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড় থেকে জানিয়েছেন, নগরপালের পদ থেকে ইস্তফা দিতে হবে বিনীত গোয়েলকে৷
নগরপালের পদত্যাগ চেয়ে রাতভর বাস্তায় বসে জুনিয়র চিকিৎসকরা৷
নগরপালের পদত্যাগ চেয়ে রাতভর বাস্তায় বসে জুনিয়র চিকিৎসকরা৷
advertisement

সোমবার লালবাজারের কাছে জুনিয়র চিকিৎসকদের মিছিল ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ৷ এর পরই রাস্তার উপরেই বসে পড়েন জুনিয়র চিকিৎসকরা৷ তাঁরা দাবি করেন, হয় বিনীত গোয়েলকে এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে, নয়তো পদত্যাগ করতে হবে৷ পাল্টা পুলিশের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের প্রস্তাব দেওয়া হয়, প্রতিনিধি দল পাঠিয়ে নগরপালের সঙ্গে দেখা করে তাঁরা নিজের দাবি দাওয়া জানাতে পারেন৷

advertisement

আরও পড়ুন: একা সন্দীপ নন, আরজি কর দুর্নীতিতে চারজনকে গ্রেফতার করল সিবিআই! বাকি তিন জন কারা?

বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা সেই প্রস্তাব মানেননি৷ দুপুর দুটোর পর থেকে রাস্তার উপরেই বসে থাকেন তাঁরা৷ তখনই তাঁরা হুঁশিয়ারি দেন, প্রয়োজনে সারা রাত তাঁরা রাস্তাতেই বসে থাকবেন৷

এরই মধ্যে রাতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেফতারির খবর এসে পৌঁছয় জমায়েতে৷ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে খুশি হলেও নগরপালের পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফার দাবি থেকে সরে আসেননি বিক্ষোভকারী চিকিৎসকরা৷ তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, সন্দীপ ঘোষের গ্রেফতারি তাঁদের কাছে নৈতিক জয় হলেও বিনীত গোয়েলের পদত্যাগের দাবি থেকে তাঁরা সরে আসবেন না৷ তবে বিক্ষোভরত চিকিৎসকরা জানিয়ে দেন, তাঁরা কোনও অশান্তি পাকাবেন না৷

advertisement

চিকিৎসকদের এই অবস্থান চলতে থাকায় অবরুদ্ধ হয়ে রয়েছে বি বি গাঙ্গুলি স্ট্রিটের মতো গুরুত্বপূর্ণ রাস্তা৷ সোমবার সারারাত স্লোগান দিতে থাকেন জুনিয়র চিকিৎসকরা৷ একটানা রাস্তায় বসে থাকার সিদ্ধান্তে বিক্ষোভকারীরা অনড়৷ মঙ্গলবার সকালেও জুনিয়র চিকিৎসকরা নিজেদের অবস্থানে অনড় থাকলে পুলিশ কোন পন্থা নেয়, সেটাই এখন দেখার৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

রাতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করতে আসেন তিন অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত এবং সুদীপ্তা চক্রবর্তী৷ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করার পর তাঁরা বলেন, নগরপাল চাইলে বিক্ষোভকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতেই পারতেন৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Lalbazaar Abhijan বিনীতের পদত্যাগ দাবি, সারা রাত রাস্তায় বসে জুনিয়র চিকিৎসকরা! সমর্থন জানাতে এলেন দেবলীনা, সুদীপ্তা, চৈতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল