কলকাতা: দুটো নয়। কলকাতায় মোট তিনটে দুর্গাপুজোর উদ্বোধন করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন ধরেই এই নিয়ে জল্পনা চলছিল। অবশেষে তাতে সিলমোহরও পড়েছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পরে গিয়েছে ইতিমধ্যেই। কোন কোন পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ? বিজেপির কী চমক এবার বাংলায়? তা নিয়ে জল্পনা চলছিলই।
advertisement
কিন্তু এবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ যা দাবি করলেন, তা চমকে ওঠার মতো। বিজেপি সূত্রের খবর ছিল, সন্তোষ মিত্র স্কোয়ার ও ইজেডসিসি ছাড়াও দক্ষিণ কলকাতায় একটি পুজোমণ্ডপের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চতুর্থীতে এই পুজো উদ্বোধনের জন্য আগের দিন রাতেই কলকাতায় পা রাখার কথা শাহের।
চতুর্থীতে তিনটে পুজো মণ্ডপের উদ্বোধন করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। ২৬ সেপ্টেম্বর প্রথমে দক্ষিণ কলকাতায় ৫৬ লেক অ্যাভিনিউয়ে সেবক সঙ্ঘের পুজো মণ্ডপের উদ্বোধন করবেন শাহ। এমনই কথা ছিল। কিন্তু এবার কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে বড় দাবি করে বসলেন। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ”লোকজন হবে না। তাই দক্ষিণ কলকাতায় বাতিল হল অমিত শাহর পুজো উদ্বোধন। ৮৭ নম্বর ওয়ার্ডে সেবক সংঘে ২৬/৯ চতুর্থীর দুপুরে যাওয়ার কথা ছিল তাঁর। দিল্লি থেকে রাজ্য বিজেপিকে এইমাত্র জানানো হয়েছে বাতিল। যদিও আমন্ত্রণপর্ব শেষ। সূত্রের খবর, কোনও ভিড় হবে না বলে আইবি রিপোর্ট দিয়েছে। ফলে রইল বাকি দুই। নেবুতলা পার্ক ও সল্ট লেকের হল ভাড়া করা পুজো। আবার প্রমাণ হল আদি বিজেপি নেতাদের কোনো পাড়া নেই, পুজো নেই। অমিতবাবুর যাতায়াত, ছবি তোলাই সার। তাঁদের এই পুজো পর্যটনের কোনো রাজনৈতিক প্রভাব আগেও ছিল না, এখনও নেই। (বানান অপরিবর্তীত)”
সন্তোষ মিত্র স্কোয়ার ও সল্টলেকের পুজো আগেও উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর অন্যতম উদ্যোক্তা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এর আগেও সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধনে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আসল চমক ছিল দক্ষিণ কলকাতায় অমিত শাহের পুজো উদ্বোধন। কুণাল ঘোষের দাবি, সেই পুজো উদ্বোধনে আসছেন না অমিত শাহ।