TRENDING:

Bankura News: অসম্ভব নিয়ন্ত্রণ! মুগ্ধ করা জাগলিং, এবার বাঁকুড়া কাপালেন জাগলার বিপাশা বৈষ্ণব

Last Updated:

Bankura News: অন্য জেলার মেয়ে এসে বাঁকুড়ার মাটিতে কাঁপিয়ে দিয়ে গেল। ফুটবলের ওপর এত সুন্দর নিয়ন্ত্রণ। ঠিক যেন মারাদোনা। ফুটবল পায়ে এবং মাথায় নাচিয়ে একপ্রকার মাত করে দিল এই মেয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পাঁচমুরা, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: অন্য জেলার মেয়ে এসে বাঁকুড়ার মাটিতে কাঁপিয়ে দিয়ে গেল। ফুটবলের ওপর এত সুন্দর নিয়ন্ত্রণ। ঠিক যেন মারাদোনা। ফুটবল পায়ে এবং মাথায় নাচিয়ে একপ্রকার মাত করে দিল এই মেয়ে। এটাই ছিল সবথেকে বড় হাইলাইট। সচরাচর মেয়েদের মধ্যে ফুটবলের প্রতি খুব একটা আগ্রহ দেখা যায় না, তাও আবার ফ্রিস্টাইল ফুটবল হলে তো কথাই নেই। কিন্তু বাঁকুড়ায় দেখা গেল এক অন্য ছবি!
advertisement

পাঁচমুড়া আঞ্চলিক ফুটবল একাদশের উদ্যোগে অনুষ্ঠিত সভাধিপতি কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত ম্যাচ অনুষ্ঠিত হল পাঁচমুড়া হাই স্কুলের ফুটবল মাঠে। ফাইনাল খেলা শুরুর আগে উত্তর ২৪ পরগনার বিখ্যাত ফুটবল জাগলার বিপাশা বৈষ্ণব তাঁর মনোমুগ্ধকর ফুটবল জাগলিং-এর প্রদর্শনী করে দর্শকদের মুগ্ধ করেন। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় শালতোড়া পঞ্চায়েত সমিতি ফুটবল একাদশ ও ডি.এম একাদশ। উত্তেজনাপূর্ণ ম্যাচে দ্বিতীয়ার্ধের শেষ লগ্নে করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে ডি.এম একাদশ বিজয়ী হয়।

advertisement

মোট ৮টি দল অংশগ্রহণ করেছিল এবারের প্রতিযোগিতায়। ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে পাঁচমুড়া হাই স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাঠে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, সাংসদ অরূপ চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

আরও পড়ুনঃ IND vs SA: ইডেন গার্ডেন্সে টেস্টে অতীত রেকর্ড কেমন ভারত ও দক্ষিণ আফ্রিকার, রইল পরিসংখ্যান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অসম্ভব নিয়ন্ত্রণ! মুগ্ধ করা জাগলিং, এবার বাঁকুড়া কাপালেন জাগলার বিপাশা বৈষ্ণব
আরও দেখুন

খেলাটি পরিচালনা করেন আই.এফ.এ-র বিশিষ্ট মহিলা রেফারি রাজশ্রী হাঁসদা। প্রায় ১৫ হাজারেরও বেশি ফুটবলপ্রেমীর উপস্থিতিতে মাঠ ভরে ওঠে। দর্শকদের এই অভূতপূর্ব উন্মাদনা প্রমাণ করে যে পাঁচমুড়ার মানুষ ফুটবলপ্রেমে সত্যিই পাগল।

বাংলা খবর/ খবর/খেলা/
Bankura News: অসম্ভব নিয়ন্ত্রণ! মুগ্ধ করা জাগলিং, এবার বাঁকুড়া কাপালেন জাগলার বিপাশা বৈষ্ণব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল