SSC Case: 'এসএসসি-র সিদ্ধান্ত ভুল!' এসএসসি পরীক্ষা নিয়ে বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের! অনেকের জন্য 'দরজা' খুলে দিল আদালত
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
SSC Case: অনলাইন ফর্মপূরণ না হলে অফলাইনে ফর্ম পূরণ করতে হবে। এসএসসি কে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, পুজোর আগেই স্কুলে স্কুলে স্পেশ্যাল এডুকেশন টিচার বা স্পেশ্যাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৪১টি পদে নিয়োগের জন্য আবেদন করা যাবে ২৪ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ওই ২৪ সেপ্টেম্বরই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদনের ফি জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র হবে বাংলা ও ইংরেজিতে। মূলত বিশেষ ভাবে সক্ষম ও বিশেষ চাহিদাসম্পন্ন পড়ুয়াদের স্কুলে পড়াশোনা ও বিশেষ ভাবে নজরদারির জন্যই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করার নির্দেশ দিয়েছিল আদালত।
advertisement
স্কুলে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগের ২০২৪ সালের বিধি ও পদ্ধতি মেনেই এই নিয়োগের ক্ষেত্রে ওএমআর ভিত্তিক টেট পরীক্ষা হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের ইন্টারভিউ ও লেকচার ডেমনস্ট্রেশন থাকবে। সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে স্পেশাল এডুকেশন টিচারদের নিয়োগ করা হবে। কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, SSC টেট ২০২৫-এ স্পেশ্যাল এডুকেটর নিয়োগে মানতে হবে NCTE গাইডলাইন। প্রশিক্ষণরতদের পরীক্ষায় সুযোগ দিতে হবে কমিশনকে।







