নয়াদিল্লি: দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। মৃত্যু হয়েছে অন্তত আট জনের। দিল্লির পরই বাংলাতেও জারি করা হয়েছে সতর্কতা। দিল্লি বিস্ফোরণের পর রাজ্য পুলিশের তরফে সমস্ত জেলা পুলিশকে অ্যালার্ট করা হয়েছে। সমস্ত জেলার পুলিশ সুপার, কমিশনারেটকে সতর্ক ও নিরাপত্তার ক্ষেত্রে সজাগ থাকতে বলা হয়েছে।
advertisement
এদিকে, রেল পুলিশের তরফেও সতর্কতা জারি করা হয়েছে। শিয়ালদহ, কলকাতা স্টেশন, হাওড়া, সাঁতরাগাছি, খড়গপুর, আসানসোল, বর্ধমান, মালদহ, এনজেপি ও আলিপুরদুয়ার স্টেশনে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত স্টেশনে চেকিং চলছে যাত্রীদের ঢোকার সময়। এছাড়াও সমস্ত স্টেশনে সতর্কতা ও নজরদারি চলছে। বাড়ানো হয়েছে ফোর্স।
দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে সতর্কতা জারি হয়েছে। সূত্রের খবর, লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। ফরেন্সিক দলও ঘটনাস্থলে গিয়েছে। দিল্লি বিস্ফোরণের জেরে কলকাতা বিমানবন্দরেও হাইঅ্যালার্ট জারি করা হল। পাঁচস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
