মুখ্যমন্ত্রী ঘোষণা মাফিক কর্মশ্রী প্রকল্পের নাম বদল করার নির্দেশিকা জারি করল রাজ্যের পঞ্চায়েত দফতর। সর্বোচ্চ ১০০ দিনের কাজ প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে ১০০ দিনের জব কার্ড হোল্ডারদের।
প্রসসঙ্গত, গত বৃহস্পতিবার বিরোধীদের তুমুল আপত্তি, বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় পাশ হয়েছে ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ G Ram G বিল। ২০ বছর পরে বদলে যেতে চলেছে কংগ্রেস আমলে শুরু হওয়া MGNREGA অর্থাৎ ‘মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন’-এর নাম।
advertisement
আরও পড়ুন: বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার নিয়ে সরব প্রিয়ঙ্কা! হস্তক্ষেপ করুক কেন্দ্র, দাবি কংগ্রেস নেত্রীর
এই নামবদলের চর্চা শুরু হতেই আসরে নেমেছে বিরোধীরা। মহাত্মা গান্ধির নাম প্রকল্প থেকে সরানোর অভিযোগে যখন সরব বিরোধীরা, সেই সময়ে বাংলা থেকে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ব্যবসায়ীদের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘কর্মশ্রী আমরা শুরু করেছি। গান্ধিজির নাম তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমি খুব অপমান বোধ করেছি। ১০০ দিনের কাজের নামে গান্ধীজির নাম বাদ দিয়ে দিয়েছে। এর জন্য আমি কাউকে দোষ দেব না। কর্মশ্রী প্রকল্পের নাম আমরা গান্ধীজির নামে রাখব। আপনি যদি গান্ধিজিকে সম্মান না দেন, আমরা জানি কীভাবে সম্মান দিতে হয়। সবাই বাংলার উপর হিংসা করে।”
