কুণালের সংযোজন, ''যে কুৎসা করছেন, তার আগে বিজেপির ঘটনাস্থলে গিয়ে চেক করা উচিত। সংগঠন করেন একটু খবর নিন৷ বাসিন্দাদের অভ্যন্তরীণ গন্ডগোল। খারাপ খারাপ কথা বলা আছে। মহিলা সুস্থ আছেন। কাশীপুরের মিথ্যাচারের ঘটনার পুনরাবৃত্তি করল বিজেপি৷ এলাকায় খবর নিন। অবশ্য খবর নেবেন কি করে? আপনাদের তো এলাকায় লোক নেই। যে কটা আছে তাও সমাজবিরোধী।''
advertisement
আরও পড়ুন: বোলপুর দাপাচ্ছে সিবিআই, হঠাৎ হাসপাতালে অনুব্রত মণ্ডল! তুমুল শোরগোল
এখানেই থামেননি কুণাল। তাঁর কথায়, ''গোটা ঘটনার সঙ্গে পরেশ পাল বা তৃণমূলের যোগ নেই৷ হঠাৎ করে রাজনীতি করতে নেমেছেন। সুকান্ত বাবু কাশীপুরে বড় বড় কথা বলেছিলেন। কেন অন্তঃসত্ত্বা মহিলাকে সামনে রেখে রাজনীতি করছেন?''
আরও পড়ুন: বিষয় কলকাতা ময়দানের ঘোড়া, তোলপাড় হাই কোর্টে! গঠিত ৪ সদস্যের কমিটি
কুণাল জানান, বিকেল ৫ টায় নারকেলডাঙ্গা থানায় ডেপুটেশন দেবে তৃণমূল কংগ্রেস। প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। অভিযোগ যদি মিথ্যে হয় অভিযোগকারীকে সাজা দিতে হবে। পুলিশি নিরপেক্ষতা বজায় রাখতে হবে। যাদের গ্রেফতার করেছে, তারা সত্যিই অপরাধী কিনা সেটা বলতে হবে। পুলিশ কেও ভাবতে হবে দুটো ধারায় মামলা করে ১০ মিনিটের মধ্যে কার আঙ্গুলি হেলনে কার নির্দেশে আরেকটা ধারা যুক্ত করল সেটা কিন্তু তদন্ত সাপেক্ষ।