কুণাল বলেন, "রাজ্যপালের বাংলা শেখা ভাল। বাংলার সংস্কৃতিতে মিশে যাওয়া ভাল। বাংলা শিখতে পারলে খুবই ভাল। একে আমি সাধুবাদ জানাই। হাতেখড়ি হয়েছে আগে তাঁর। আমি শুধু অনুরোধ করব নিরপেক্ষ বানান ভাল করে শিখে নেবেন।"
তিনি আরও বলেন, "আমি আগেও বলেছি, এখনও পর্যন্ত নিরপেক্ষ। দিল্লির নির্দেশে মেয়াদ কমলে কিছু করার নেই। যেমন রাজ্যপাল বললেন, গোপন তদন্ত করছেন। এই গোপন তদন্ত কী? নিশীথ তো নিজেই নাটক করেছেন। তাঁর সঙ্গে কথা বলেছি মানে কী? পুলিশকে নিরপেক্ষ হতে বলছেন। তাহলে বিএসএফকে কেন সতর্ক করলেন না। কেন তাঁদের সমালোচনা করলেন না! বিজেপির কথার প্রতিনিধিত্ব করলে হবে না। রাজ্যপাল সুন্দর সম্পর্ক রাখলে ভাল।"
advertisement
বিজেপিকে কটাক্ষ করে কুণাল বলেন, "সুকান্ত মজুমদার রাজনৈতিক ভাবে অপরিপক্ব। ওনার দিল্লির নেতারা এসে জয় বাংলা বলে গেলেন। ইতিহাস ভোলানোর চেষ্টা করলে হবে না। এই যে রণজি ট্রফির ম্যাচে আমরা জয় বাংলা বলছি।"
আরও পড়ুন, ফুটবল খেলতে গিয়ে বিপত্তি! পা ভাঙল কুণাল ঘোষের
আরও পড়ুন, নিমন্ত্রণ পাঠিয়েছিলেন শিল্পী, বদলে শুভাপ্রসন্নর বিরুদ্ধে খালচুরির অভিযোগ কুণালের
কুণাল বলেন, "সুকান্ত মজুমদাররা তৃণমূলের ও অভিষেকের কর্মসূচি নকল করছেন। ওদের আবার আলাদা কী? কোন গৃহ সম্পর্ক অভিযান। উনি অবান্তর কথা বলছেন। আগে অভিযোগ তোলার আগে, কেন্দ্রের রিপোর্টগুলো পড়ুক। দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্যসাথী করাচ্ছেন। হয়তো সুকান্ত বাবুর বাড়ির লোক এবার সুকান্ত বাবুকে ভোট দেবেন না। বিজেপি লাফানোর আগে মনে রাখুন, তাদের পরিবারে একাধিক সুরক্ষা ঢুকে গেছে।"