প্রসন্ন রায়ের সঙ্গে দিলীপ ঘোষের কী সম্পর্ক? এই প্রশ্নের উত্তর জানতে দিলীপ ঘোষকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। দাবি কুণাল ঘোষের। 'নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রসন্নর সঙ্গে দিলীপ ঘোষের সম্পত্তির লেনদেনের প্রমাণ পাওয়া গেলেও বিজেপি নেতা বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিলীপ ঘোষকে গ্রেপ্তার করার সাহস দেখাতে পারছে না। সিবিআই, ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সংবাদমাধ্যমের সামনে নয়, তাঁকে হেফাজতে নিয়ে তদন্তকারীরা দিলীপ ঘোষের বয়ান লিপিবদ্ধ করুক'।
advertisement
আরও পড়ুন: কী ঘটল? ঐন্দ্রিলার সাম্প্রতিক অসুস্থতা নিয়ে লেখা সব পোস্ট হঠাৎ মুছলেন সব্যসাচী!
শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিও জানান কুণাল ঘোষ। মঙ্গলবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন। বুধবার দিলীপ ঘোষের নাম না করে একই দাবি তোলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি-কাণ্ডে ধৃত 'মিডলম্যান' প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের একটি বাড়ির দলিল উদ্ধার হয়। তারপরই শোরগোল পড়ে যায়। যদিও পাল্টা দিলীপ ঘোষ বলেছিলেন, ''কারও বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি।'' আর মুখ্যমন্ত্রীর দাবির পর ফের আসরে নামলেন দিলীপ। এবার বললেন, ''উনি গ্রেফতার করতে পারেন তো। উনি পুলিশ মন্ত্রী। দম থাকলে করে দেখান। চোরেদের পার্টিকে চালাচ্ছেন, আর আমার দিকে আঙুল তুলছেন।''
আরও পড়ুন: খুন করে ছেলে, দেহ ছ’টুকরো করে মায়ের সঙ্গে মিলে! বারুইপুর খুনে হাড়হিম তথ্য
উল্লেখ্য, দিলীপের দলিলের বিষয়টি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপি সাংসদের গ্রেফতারির দাবি তুলেছিলেন। তাৎপর্যপূর্ণ ভাবে এরপরই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতার গ্রেফতারির দাবি তোলেন। আর বুধবার আসরে নামেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে মমতা বলেন, ''অর্পিতার বাড়ি থেকে টাকা পেয়েছে, তুমি গ্রেফতার করেছ৷ আপনার নেতার দলিল পাওয়া যাচ্ছে অভিযুক্তর বাড়ি থেকে, তাঁকে কেন আইনত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না।'' ফের দিলীপ ঘোষের গ্রেপ্তারের দাবিতে সুর চড়াল তৃণমূলের কুণাল।