কী ঘটল? ঐন্দ্রিলার সাম্প্রতিক অসুস্থতা নিয়ে লেখা সব পোস্ট হঠাৎ মুছলেন সব্যসাচী!

Last Updated:

শনিবার সন্ধ্যায় মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয় ২৪ বছরের অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছিল, সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে। এই নিয়ে এক সপ্তাহে দু'বার হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা।

#কলকাতা: হঠাৎ বদলে গেল সব্যসাচী চৌধুরীর ফেসবুকের ওয়াল। উধাও বিশেষ কিছু পোস্ট। গত ২ নভেম্বর ঐন্দ্রিলা শর্মার ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কিত যা যা লিখেছিলেন, আজ, শনিবার রাতে হঠাৎ একটি পোস্টও আর নেই। কী ঘটল হঠাৎ?
শনিবার সন্ধ্যায় মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয় ২৪ বছরের অভিনেত্রীর। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছিল, সিপিআর দেওয়া হচ্ছে তাঁকে। এই নিয়ে এক সপ্তাহে দু'বার হৃদরোগে আক্রান্ত হলেন ঐন্দ্রিলা। প্রথমে ম্যাসিভ, তার পর মাইল্ড। সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন 'জিয়নকাঠি'র নায়িকা।
advertisement
advertisement
শুক্রবার স্বস্তির খবর দিয়েছিলেন ঐন্দ্রিলার সঙ্গী সব্যসাচী। ফেসবুকে অভিনেতা জানিয়েছিলেন, হার্টরেট, রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়েছে। তাই তাঁর লেখায়, 'ঐন্দ্রিলা আছে। ঐন্দ্রিলা থাকবে।' তাতে ভক্তমহল থেকে শুরু করে বন্ধুরা সকলেই শান্তি পেয়েছিলেন। ফের সামান্য অবনতির খবর এল হাসপাতাল সূত্রে।
advertisement
এ ছাড়াও সময় সুযোগ পেলেই প্রেমিকার স্বাস্থ্যের কথা ফেসবুকে লিখে জানাচ্ছিলেন অভিনেতা। আজ আচমকা সব পোস্ট মুছে দিলেন কেন সব্যসাচী? গত ৩১ অক্টোবর শেষ ছবি দেখা যাচ্ছে ফেসবুকে। সব্যসাচীর জন্মদিনে ঐন্দ্রিলা দু'জনের ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন। কেবল সেই ছবিটিই দেখা যাচ্ছে। এ ছাড়া যা ছবি বা পোস্ট আছে, তা সবই তার আগের তারিখের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কী ঘটল? ঐন্দ্রিলার সাম্প্রতিক অসুস্থতা নিয়ে লেখা সব পোস্ট হঠাৎ মুছলেন সব্যসাচী!
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement