কুণাল ঘোষ বলেন, “বিজেপি নেতারা যেভাবে প্ররোচনা দেয়, মানুষের ক্ষোভ রয়েছে তাদের ওপর। বাংলাদেশী বলে পুষবাক বিজেপি নেতারা করেছে এতে বাংলার মানুষ ক্ষুব্ধ হয়ে আছে”।
আরও পড়ুন: পা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, হাসপাতালে সাহায্য চাইলেন কিশোরী! ফের নির্যাতনের অভিযোগ
এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, তৃণমূল এধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। তৃণমূল অকারণে বিজেপিকে কেনো হিরো করতে যাবে? সেই মানুষ গুলো ১০০ দিনের কাজ করেছিল তাদের টাকা দেয়নি। তৃণমূল কংগ্রেস কোথাও কোনও বাধা দিচ্ছে না, ১০০ দিনের টাকা দিচ্ছে না সেটা মানুষ চাইবে না?”
advertisement
পাশাপাশি শুভেন্দুকে কুণালের প্রশ্ন, “মানুষের ক্ষোভের কথা কি শুনলেন? আজকে ভিকটিম কার্ড খেলছেন কেন? অনুপ্রবেশ ঠেকানো রাজ্য সরকারের দায়িত্ব না, অমিত শাহ বিএসএফ দেখে ত্রিপুরা থেকে কী ভাবে ধরা পড়ল তাহলে?”
আরও পড়ুন: স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে সোজা পুকুরে, প্রাণ গেল বউয়ের! কারণ শুনলে শিউরে উঠবেন
পাশাপাশি সুকান্ত মজুমদারকে উদ্দেশ করে কুণাল বলেন, “আমাকে গালা গালি পরে করবেন। আগে বাংলাদেশে গিয়ে অন্তঃসত্ত্বা সোনালি বিবিকে ফেরত নিয়ে আসুন। গুলি চালিয়ে শীতলকুচিতে লোক মেরেছিল বিজেপি তৃণমূল এই রাজনীতি করে না”।