নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, “অপ্রত্যাশিত বন্যা ও ভূমিধসে উত্তরবঙ্গের একাধিক জেলা বিপর্যস্ত হয়ে পড়েছে, প্রানহানি, জীবিকা ও সম্পত্তির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এই দুর্যোগের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার WBSDMA তহবিলে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে, যাতে উদ্ধার-ত্রাণ -দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করা যায়। আমার রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে আমি ১,০০,০০০ (১ লক্ষ) টাকা অনুদান দিয়েছি। এই কঠিন সময়ে প্রতিটি সহানুভূতির কাজ গুরুত্বপূর্ণ। আমি সকলকে উদারভাবে এগিয়ে আসার আবেদন জানাই, যাতে যাঁরা সবকিছু হারিয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো যায়।”
advertisement
অভিষেকের এই আবেগঘন বার্তা সাড়া ফেলেছে গোটা বাংলায়। অভিষেকের আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের একাধিক নেতা-নেত্রী এই অনুদান দিয়েছেন। সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক প্রত্যেকে ১ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে ‘১ লক্ষ’ আয় করলে ভারতে ‘কত’ টাকা হবে জানেন…? গ্যারান্টি, শুনলেই চমকাবেন!
এছাড়াও বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, বিধায়ক খোকন দাস, নিশীথ কুমার মল্লিক-সহ আরও অনেকেই তাঁদের সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়েছেন, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐক্যের আহ্বানকে বাস্তব রূপ দিয়েছে।