নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপির অন্যান্য নেতৃত্ব ভোটের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, কলকাতাকে আদর্শ মহানগরী গড়ে তোলা হবে। কিন্তু তা সত্বেও শহরের নাগরিকরা তৃণমূল কংগ্রেসের ওপরই আস্থা রেখেছেন। যার ফল ভুগতে হচ্ছে'। শুভেন্দু অধিকারীর কথায়, ইয়াস পরবর্তী সময়ে বাংলার মানুষ 'দুয়ারে গঙ্গা' দেখেছিল। আর এখন দেখছেন 'দুয়ারে নর্দমা'র জল। ঠিক এই ভাষাতেই শহরের জল যন্ত্রণা নিয়ে শাসক দল তথা সরকারকে কটাক্ষ করলেন শুভেন্দু। এ প্রসঙ্গে শুভেন্দুকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। সংগঠনের অন্যতম সাধারণ সম্পাদক কুনাল ঘোষ (Kunal Ghosh) একেবারে চাঁচাছোলা ভাষায় শুভেন্দুকে 'দুয়ারে নর্দমার জল প্রকল্প' নিয়ে কড়া জবাব দেন।
advertisement
কুনাল ঘোষ বললেন, 'ওঁর মনটাই নর্দমা। যাদের মুখে নর্দমা, মনে নর্দমা তাঁরা তো তার বাইরে কিছু বলতে পারবেন না। চোখ না বদলালে মনের নর্দমা তো বেরিয়ে আসবেই।' তবে কুনাল ঘোষ এখানেই থেমে থাকেননি। শুভেন্দুকে খোঁচা দিয়ে কুনাল আরও বলেন, 'শকুনের চোখ তো সব সময় ভাগাড়েই থাকে'। বৃষ্টিতে কলকাতার জল জমা প্রসঙ্গে কুণাল ঘোষ দায়ী করেন শুভেন্দুকেই। তাঁর প্রশ্ন, শহরের জল জমার অন্যতম কারণ খাল সংস্কার না হওয়া। তিনি দীর্ঘদিন সেচমন্ত্রী ছিলেন কেন খাল সংস্কারে উদ্যোগী হননি তিনি? খাল সংস্কার করতে কে বারণ করেছিল? কেন কলকাতার খাল গুলির এই বেহাল দশা? শুভেন্দু অধিকারীকেই তার জবাব দিতে হবে।
VENKATESWAR LAHIRI