কালী কৃষ্ণ স্ট্রিট লেখা সাইনবোর্ডটা এখনও হেলে পড়ে রয়েছে ফুটপাথের উপর। লাইট পোস্টের একাংশ ভেঙে ঢুকে পড়েছে দোতলার ঘরে। পুরনো বাড়ির দেওয়ালে স্পষ্ট বিপর্যয়ের চিড়। একত্রিশে মার্চ, নির্মীয়মাণ বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয়ের পর এখন পোস্তা এলাকার ছবিটা এমনই। ব্রিজের ভাঙা অংশ সরাতে, কয়েকদিনের জন্য আশেপাশের প্রায় দশটি বাড়ি খালি করতে বলেছিল প্রশাসন। কিন্তু আর কতদিন? আতঙ্ককে সঙ্গী করে সেই ফিরতে হল পুরনো ঠিকানায়।
advertisement
ব্রিজের ভাঙা অংশ সরানোর কাজ কবে শেষ হবে ঠিক নেই। উড়ালপুল দুর্ঘটনার পর এলাকায় ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন অনেকেই। কিন্তু রুজি-রুটির টানে জীবনের ঝুঁকি নিয়েই দোকান খুলেছেন ব্যবসায়ীরা।
ভেঙে পড়া উড়ালপুলের একাংশ অস্থায়ীভাবে ঠেকনা দিয়ে রাখা রয়েছে। হাঁটাচলাও করতে হচ্ছে দমবন্ধ আতঙ্ক নিয়েই। বিপর্যয়ের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এলাকাবাসীর দাবি, বন্ধ হোক এই মারণ উড়ালপুলের কাজ। কিন্তু দাবি মেনে আদৌ কাজ হবে কিনা, উত্তর খুঁজে পাচ্ছেন না কেউই।