আরও পড়ুন: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং!
কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে বলা হয়েছে, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলর শহিদ সমাবেশের কারণে বেশ কয়েকটি রাস্তা থাকবে একমুখী। বন্ধ থাকবে সেই সব রাস্তায় সমস্ত মালবাহী যান চলাচল। তালিকায় কোন কোন রাস্তা রয়েছে, প্রথমত আর্মহার্স্ট স্ট্রিট হবে উত্তর থেকে দক্ষিণ মুখী। বিধান সরণি (কেশব সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড) - হবে দক্ষিণ থেকে উত্তর মুখী। কলেজ স্ট্রিটও হবে দক্ষিণ থেকে উত্তর মুখী।
advertisement
আরও পড়ুন: বীভৎস মেঘ ভাঙা বৃষ্টি! তছনছ হয়ে গেল শিমলা, ভয়াবহতার ভাইরাল ভিডিও
এ ছাড়া. ব্রেবন রোড হবে উত্তর থেকে দক্ষিণ মুখী। স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে উডমান্ড স্ট্রিচ ) হবে দক্ষিণ থেকে উত্তরমুখী। এ ছাড়া বিবি গাঙ্গুলি স্ট্রিট হবে পূর্ব থেকে পশ্চিমমুখী। বেন্ট্রিঙ্ক স্ট্রিট হবে দক্ষিণ থেকে উত্তরমুখী। নিউ সিআইটি রোড হবে পশ্চিম থেকে পূর্ব মুখী। আর রবীন্দ্র সরণি (বিকে পাল অ্যাভিনিউ থেকে লালবাজার) হবে দক্ষিণ থেকে উত্তরমুখী। ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ কোভিডের কারণে গত দু-বছর আয়োজিত হতে পারেনি। সেই কারণে এ বার বিপুল লোক সমাগমের একটা সম্ভাবনা রয়েছে। সেই লোক সমাগমের ইঙ্গিত মিলেছে আগের আয়োজনেই। সেই কারণেই জানজট এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ।
Sanhyik Ghosh