TRENDING:

Kolkata Problem : তারের জালে ভরসা দায়সারা টেপ! প্রাণহানির পরও শহরের সর্বত্র বিদ্যুৎবাহী মরণফাঁদ

Last Updated:

Kolkata Problem : বিপদের পর বিপদ হলেও হুঁশ ফেরেনি কারওর ।  শহর কলকাতায় বেশিরভাগ কেএমসি-র বাতিস্তম্ভগুলি কেবল ইন্টারনেট তারে ভরে রয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : শুধু হরিদেবপুরের ঘটনা নয় । জলমগ্ন রাস্তায় বিদ্যুৎবাহী তারের স্পর্শে প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে । বিদ্যুৎ নিয়ে সচেতনতার অভাব রয়েছে শহরে । বিপদের পর বিপদ হলেও হুঁশ ফেরেনি কারওর ।  শহর কলকাতায় বেশিরভাগ কেএমসি-র বাতিস্তম্ভগুলি কেবল ইন্টারনেট তারে ভরে রয়েছে । বেশ কিছু মানুষের বক্তব্য,  বেশি বৃষ্টি হলেই ওই ইন্টারনেট কিংবা কেবল্ তারের জয়েন্ট বক্সে কিংবা ট্রান্সফর্মারে  আগুনের ঝলক দেখা যায় ৷
দক্ষিণ কলকাতায় সিইএসসি-র বিদ্যুতের খুঁটি নুইয়ে পড়েছে কেবল ও ইন্টারনেটের তারে
দক্ষিণ কলকাতায় সিইএসসি-র বিদ্যুতের খুঁটি নুইয়ে পড়েছে কেবল ও ইন্টারনেটের তারে
advertisement

দক্ষিণ কলকাতায় সিইএসসি-র বিদ্যুতের খুঁটি নুইয়ে পড়েছে কেবল ও ইন্টারনেটের তারে । দেখা গেল, একটি পোস্ট দিয়ে ঠেক দেওয়া রয়েছে পোস্টটিতে । এখানে বিদ্যুতের তার মাটির উপর দিয়ে গিয়েছে । ঢাকুরিয়া ব্রিজের উপর দেখা গেল, বাতিস্তম্ভের নীচে জয়েন্ট বক্সগুলি খোলা । ওতে বিদ্যুৎ আছে কিনা জানা যায়নি । তবে খুব অবহেলার সঙ্গে তারের মাথায় টেপ লাগানো। স্থানীয়দের দাবি, ওই জয়েন্ট বক্স ঢেকে রাখা উচিত । বিজয়গড় এলাকাতে গিয়ে দেখা গেল, বাতিস্তম্ভের জয়েন্ট বক্সগুলি টেপ দিয়ে আটকানো । কোনওটা দু’ একদিনের মধ্যেই করা হয়েছে । আবার কোথাও অনেক আগে থেকেই এই অবস্থা । এলাকার মানুষের অভিযোগ , ওখান দিয়ে তার বেরিয়েছিল । বর্ষাকাল এসে গেছে । তাই আবার টেম্পোরারি ভাবে টেপ লাগিয়ে গেছে কেএমসি ।

advertisement

আরও পড়ুন : এক ক্লিকেই অপরাধীর সব খবরাখবর, এ বার সিসিটিএনএস চালু করতে জোর দিল লালবাজার

আরও পড়ুন : ওরা সকলে কোথায় গেল?’ ভূমিকম্পের ভগ্নস্তূপে রোজ পরিবারের সদস্যদের খোঁজে পোষ্য

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ২৫,০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, বাড়িতে বসেই প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন

শুধু বিজয়গড় নয়, কলকাতার অনেক জায়গাতে একই অবস্থা দেখা গেল ।  আনোয়ার শাহ মোড়ে ট্রাফিকের বাতিস্তম্ভের তার বাইরে বেরিয়ে আছে । সেখানে শুধু প লাগানো রয়েছে । শহরে যে বিদ্যুৎ নিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে মানুষের দৈনন্দিন জীবন চলছে, সেটা নিয়ে আর বলার অপেক্ষা রাখে না । পাশেই একটি ভাতের হোটেল । হোটেলের মালিকের দাবি, তাঁর ভয় লাগে । কিন্তু কিছু বলার নেই ।  নিউ আলিপুর মোড়ে ট্রাফিক সিগন্যালেরও একই অবস্থা । ফুটপাতে ওই বাতিস্তম্ভের পাশ দিয়েই পথচারীরা যাচ্ছেন । একটু খেয়াল হারালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঘটন ঘটতেই পারে । স্থানীয়দের বক্তব্য এরকমই থাকে বরাবর। কোথাও দেখা গেল বাতিস্তম্ভের জয়েন্ট বক্স খোলা রয়েছে । এগুলো মাটি থেকে খুবই কম উচ্চতায় রয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Problem : তারের জালে ভরসা দায়সারা টেপ! প্রাণহানির পরও শহরের সর্বত্র বিদ্যুৎবাহী মরণফাঁদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল