সম্প্রতি হাওড়া ব্রিজের একাধিক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
এক আইএএস ওই ছবি পোস্ট করেন। সেই পোস্টের সঙ্গে
ট্যাগ করা হয়েছিল শাহরুখ খান, অজয় দেবগণ, অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারকে।সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল।
এবার বন্দর কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিল, ২০১৪ সাল থেকে হাওড়া ব্রিজের সব পিলারে ফাইবার গার্ড দেওয়া আছে। ২০২১ সালে পুরনো গার্ড বদল হয়েছে। এমনকী রবীন্দ্র সেতুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাও করা হয় বলে দাবি বন্দর কর্তৃপক্ষের।
আরও পড়ুন: মমতার সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন সৌরভ! কোন প্রসঙ্গে সাক্ষাৎ? তুঙ্গে জল্পনা
যদিও ওই আইএএস অফিসারের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল, একই স্থানে বারবার মানুষ গুটখার পিক ফেলার কারণে ব্রিজের পিলারের রংও সম্পূর্ণ বদলে লাল হয়ে গিয়েছে। শাহরুখ খান, অজয় দেবগণ এবং অক্ষয় কুমারকে ট্যাগ করে তিনি জিজ্ঞাসা করেন, ‘কলকাতা পোর্ট ট্রাস্ট বলছে, ৭০ ছরের পুরনো এই আইকনিক ব্রিজটিতে গুটখার থুতু ফেলার কারণে মরিচা পড়েছে। এবং নষ্ট হয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজে হানা দিয়েছে গুটখা চোরাকারবারীরা।’ ওই আইএএস হাওড়া ব্রিজের আরেকটি ছবি শেয়ার করে লেখেন, 'দেখুন গুটকা প্রেমীদের সুবিধার জন্য 'কলকাতা পোর্ট ট্রাস্ট' কী দুর্দান্ত ব্যবস্থা নিয়েছে। এখন যারা গুটকা থুকছে, তাদের আর কোনো 'অপরাধে' পড়তে হবে না। সেই সঙ্গে 'গুটকার ক্ষতিকর রাসায়নিক' থেকেও রক্ষা পাবে সেতু।' বলিউড তারকারা এ নিয়ে মুখ না খুললেও প্রতিক্রিয়া দিল বন্দর কর্তৃপক্ষ। এবং উড়িয়ে দিল যাবতীয় অভিযোগ।
