Sourav Ganguly | Mamata Banerjee: মমতার সঙ্গে দেখা করতে নবান্নে যাচ্ছেন সৌরভ! কোন প্রসঙ্গে সাক্ষাৎ? তুঙ্গে জল্পনা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly | Mamata Banerjee: ইডেনে দুটি আইপিএল ম্যাচ আয়োজনের প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
#কলকাতা: রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে যাচ্ছেন বিসিসিআই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। তবে, এই সাক্ষাৎ নিতান্তই সৌজন্যমূলক হতে চলেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ার হতে চলেছে আগামী ২৪ মে। পরদিন ইডেনেই হবে এলিমিনেটর। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ও ২৯ মে ফাইনাল আমেদাবাদে। আর ইডেনে দুটি আইপিএল ম্যাচ আয়োজনের প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ।
ইতিমধ্যেই ইডেনে প্লে অফ আয়োজনের পরিকাঠামো খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআইয়ের প্রতিনিধিদলের সদস্যরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে তাঁরা নানা বিষয়ে কথা বলেছেন। সেই বৈঠকে ছিলেন সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস প্রমুখ। অভিষেক ডালমিয়া এ বিষয়ে জানিয়েছেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। বিসিসিআইয়ের প্রতিনিধিদল এখানকার ব্যবস্থাপনা দেখে সন্তুষ্ট। কিন্তু ফের যখন চোখ রাঙাচ্ছে করোনা, তখন ইডেনের দর্শক সংখ্যা নিয়ে ভাবতে হচ্ছে বিসিসিআই-কে। সূত্রের খবর, ইডেনে ১০০ শতাংশ দর্শক নিয়ে ম্যাচ আয়োজন করা যাবে কিনা, সেই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে পারেন 'মহারাজ'। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানাবেন তিনি।
advertisement
advertisement
প্রসঙ্গত, আইপিএল প্লে অফের ম্যাচগুলিতে স্টেডিয়ামে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দেশে করোনা সংক্রমণ বাড়লেও বিসিসিআই অবশ্য ধীরে ধীরে বিধিনিষেধ তুলে ক্রিকেট মাঠের চেনা পরিবেশ ফেরাতে চাইছে। করোনা অতিমারীর কারণে জৈব সুরক্ষা বলয় বাধ্যতামূলক হয়ে গিয়েছিল।
advertisement
যদিও জানা যাচ্ছে, আইপিএলের পর দেশের মাটিতে ভারত যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে তাতে জৈব সুরক্ষা বলয় থাকবে না। জুনের ৯ থেকে ১৯ তারিখের মধ্যে দিল্লি, কটক, ভাইজ্যাগ, রাজকোট ও বেঙ্গালুরুতে হবে ওই ম্যাচগুলি। বোর্ডসূত্রে আরও জানা গিয়েছে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডেও জৈব সুরক্ষা বলয় থাকছে না। দেশে করোনা পরিস্থিতির অবনতি না হলে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই বায়ো বাবল উঠে যেতে পারে। তাহলে কঠোর নিভৃতবাসেও থাকতে হবে না ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের। তবে নিয়মিত করোনা পরীক্ষা চলবে বলে জানিয়েছে বোর্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 28, 2022 1:33 PM IST