আরও পড়ুন : সরকারি স্কুলে নীল-সাদা পোশাকে ‘বিশ্ব বাংলা’? সমগ্র শিক্ষা মিশনের নয়া নির্দেশিকায় জল্পনা
জানা গিয়েছে, পুরুষ সঙ্গীটি মহিলার স্বামী। তবে তাঁর আরও একটি বিয়ে রয়েছে আগেই। সোমা নামের ওই মহিলার দাবি, গত অক্টোবর মাসে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে হয়। ওই ব্যক্তি বিবাহিত ছিলেন তা জেনেই বিয়ে করেন মহিলা। দুজনের মধ্যে রবিবার বচসা শুরু হয়। এর জেরেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার (Kolkata News) চেষ্টা করেন মহিলা।
advertisement
জানা গিয়েছে, প্রকাশ্যে ওই মহিলা নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাটি ঘটেছে বেহালা দেবদারু ফটকে। পর্ণশ্রী মান্না পাড়ার ওই মহিলা সোমা সিং-এর বয়স ৩২। এদিন স্বামীর সঙ্গে বেহালা দেবদারু ফটকের মাঠের সামনে খুব ঝগড়া-ঝাটি (Kolkata News) হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই মহিলাটি বোতলে নিয়ে আসা পেট্রোল নিজের গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয়।
আরও পড়ুন : ফুটবল তো ছিলই, বাবুলের প্রচারে এবার নয়া 'চমক'! কিন্তু ভোটের আগেই হারলেন কার কাছে?
যদিও স্থানীয় এক যুবকের তৎপরতায় বিষয়টি নিয়ন্ত্রণে আসে। দাউ দাউ করে মহিলাকে জ্বলতে দেখে স্থানীয় এক যুবক চিৎকার করে কয়েকজনকে ডাকাডাকি করে তারপর মোটা কাপড় দিয়ে মহিলার গায়ের আগুন নেভানো হয়। আহত অবস্থায় স্থানীয়রা ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। থানায় ফোন করলে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। ওই মহিলার স্বামী উত্তম গায়েনকে আটক করে পুলিশ। তখনই জানা যায়, উত্তম গায়েনের আগেই বিয়ে হয়ে গিয়েছিল পরে সোমাকে বিয়ে করে সে। আর তাই নিয়েই সম্ভবত কিছুদিন যাবৎ অশান্তি হচ্ছিল দুজনের মধ্যে।