জানা যায়, সোনাগাছির ৯৯ নম্বর বিল্ডিংয়ে গলা-কাটা অবস্থায় উদ্ধার হয় এক যৌনকর্মীর দেহ। মৃতার নাম প্রার্থনা মুখোপাধ্যায়। বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ঘরের আলমারি ভাঙা, জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে! চুরির অভিপ্রায়ে খুন? নাকি খুনির অন্য কোনও অভিসন্ধি ছিল? তদন্ত শুরু করেছে বটতলা থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।
আরও পড়ুন: এসএসকেএম-এর আইসিসিইউ-তে ভর্তি পার্থ! বুকে ব্যথা, বেশি ক্রিয়েটিনিনের মাত্রা
advertisement
আরও পড়ুন: পার্ক থেকে পুরসভা, কলকাতা শহর হতে চলেছে নীল-সবুজ
জানা যায়, শনিবার সন্ধেবেলা রোজকার মতোই ছেলেকে পড়তে পাঠিয়েছিলেন প্রার্থনা। তিনি ঘরেই ছিলেন। সেই সময় তাঁর ঘরে আসেন বহু পুরনো এক গ্রাহক। এরপর অনেকটা সময় কেটে যায়। আশপাশের যৌনকর্মীরা প্রার্থনাকে ঘর থেকে বের হতে না দেখে কৌতূহলী হন! দেখেন, ঘরের দরজা আলতো করে ভেজানো, পর্দা উড়ছে। উঁকি মেরে দেখেন, ঘরের ভিতর গলা-কাটা অবস্থায় পড়ে রক্তাক্ত প্রার্থনা। প্রতিবেশীদের দাবি, প্রার্থনার ঘর থেকে কখন যে গ্রাহক বেরিয়ে গিয়েছে, তা তাঁরা খেয়াল করেননি।
SHANKU SANTRA