রিপোর্টের জন্য মেট্রোর এই স্বাস্থ্যকেন্দ্রে ফিরে আসতে হবে না যাত্রীদের। ফোনেই চলে যাবে রিপোর্ট। সকাল ৭ থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত খোলা থাকবে হেলথ কিয়স্ক। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, শীঘ্রই বাড়ি থেকে নমুনা সংগ্রহও শুরু হবে। জরুরি পরিস্থিতিতে যাতে প্রাথমিক চিকিৎসা পরিষেবাও এই কিয়স্ক থেকে দেওয়া যায়, সেই ব্যবস্থাও রাখা হবে।মেট্রো রেলের আধিকারিকরা জানিয়েছেন, এই পরিষেবায় এক দিকে যেমন যাত্রীদের সুবিধা হবে, তেমনই ট্রেন ভাড়ার বাইরে আয় বাড়বে মেট্রোরেলেরও।
advertisement
আরও পড়ুন : সাইরাস মিস্ত্রির শেষকৃত্যে যোগ দেন রতন টাটার সৎ মা ৯২ বছর বয়সি প্রবীণা সিমোন
কলকাতা মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর লাইনের প্রতিটি মেট্রো স্টেশনেই এই অত্যাধুনিক পরিষেবা শুরু করা হবে। মেট্রো স্টেশন চত্বরেই তৈরি করা হচ্ছে প্যাথোলজিক্যাল স্পট। যেখানে সহজেই যাত্রীরা তাদের রক্ত পরীক্ষা করাতে পারবেন। একাধিক জনপ্রিয় ডায়গনস্টিক সেন্টারের প্রতিনিধিরা সেই প্যাথোলজিক্যাল স্পটে থাকবেন। রক্ত, মল, মূত্র-সহ একাধিক পরীক্ষা করানো যাবে। যাত্রী সুবিধার্থে মূল্যও রাখা হচ্ছে ন্যূনতম।
আরও পড়ুন : চলতি মাসের শেষেই আগমনীর অকালবোধন, সুদূর কানাডার ডারহ্যামে মা আসছেন
মূলত বাড়তি আয়ের জন্যই মেট্রোর তরফ থেকে এই অভিনব পন্থা নেওয়া হচ্ছে। সময় বাঁচিয়ে যাতায়াতের পথেই রক্ত পরীক্ষা করিয়ে নেওয়ার সুযোগ পাবেন মেট্রো যাত্রীরা।প্রথমে এই পরিষেবা চালু করা হয়েছিল মহানায়ক উত্তমকুমার স্টেশনে। পরে যাত্রীদের চাহিদা বাড়তে থাকায় এটি চালু করা হচ্ছে সব স্টেশনেই। মেট্রো রেলের আধিকারিকরা জানাচ্ছেন, স্টেশনের অব্যবহৃত জমিকে ব্যবহার করা হচ্ছে। বাণিজ্যিক ভাবে ব্যবহার করার ফলে লাভজনক হচ্ছে মেট্রো রেল। বিকল্প আয়ের পথ সুগম হচ্ছে।