CRS ইন্সপেকশনের পর সবুজ সংকেত পেলেই এই লাইনের ৫ টি স্টেশন যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে কলকাতা মেট্রোর এই শাখা। গত বছরের সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ ট্রায়াল রান শুরু করা হয়েছিল এই লাইনে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) মেট্রো স্টেশনের মধ্যে মোট ৫টি স্টেশনকে চালু করা হতে চলেছে প্রাথমিক দফায়। আপাতত সিগনালিং ব্যবস্থা না থাকায় জন্য জোকা তারাতলা লাইনের মতই "one rake service" চলবে। একটি রেকই যাতায়াত করবে রুবি থেকে কবি সুভাষের মধ্যে।
advertisement
কলকাতা মেট্রোর কমলা বা অরেঞ্জ লাইন, অর্থাৎ গড়িয়া-বিমানবন্দর শাখার প্রথম ধাপ, কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি বা রবি ঠাকুরের মোড়) পর্যন্ত ৫.৪ কিলোমিটার মেট্রো পথের সি আর এস (কমিশনার ফর রেল সেফটি) পরিদর্শন সোমবার সারাদিন ধরেই চলে। সকাল ৯ টা থেকে শুরু করার পর বিভিন্ন দফায় যাত্রী সুরক্ষার প্রত্যেকটি মানদণ্ড খতিয়ে দেখেন তিনি। তিন দফা সফল ট্রায়াল রানের পর, সি আর এস ইন্সপেকশন সফল ভাবে উতরে গেলে এই পথে যাত্রী পরিষেবা চালু করতে আর বাধা থাকবে ন। শেষ ট্রায়ালে নন স্টপ হিসেবে মাত্র ৭ মিনিটে অতিক্রম করা গিয়েছে এই সাড়ে পাঁচ কিলোমিটার পথ।
আরও পড়ুন- দীর্ঘদিন রেশন পাচ্ছেন না এলাকার বাসিন্দারা, কারণ জানলে চোখ কপালে উঠবে
স্টপেজ দিয়ে পরিষেবার ক্ষেত্রে এই সময় ১৬ মিনিট ধার্য হয়েছে। যার চুড়ান্ত ছাড়পত্র দেবে ভারতীয় অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রক নিয়োজিত কমিশনার অফ রেল সেফটি। হেমন্ত মুখোপাধ্যায়(রুবি), কবি সুকান্ত (অভিসিক্তা), জ্যোতিরীন্দ্র নন্দী (সন্তোষপুর), সত্যজিত রায় (এস আর এফ টি আই)-সহ সমস্ত স্টেশন গুলির কাজও শেষ। কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র সব কটি স্টেশনের পরিকাঠামোই এদিন সরেজমিনে খতিয়ে দেখেন। ট্রলিতে করে ঘুরে দেখেন এই সাড়ে পাঁচ কিলোমিটার ট্র্যাকও। মেট্রো সূত্রে খবর সি আর এস এর সবুজ সংকেত চলে আসলেই এই মাসের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।