TRENDING:

Kolkata Metro Rail: কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর, সবুজ সংকেত পেলেই যাত্রী পরিষেবা দেবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন

Last Updated:

Kolkata Metro Rail Orange Line: নর্থ ইস্ট ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি, শুভময় মিত্রের নেতৃত্বে এই ইন্সপেকশন সংঘটিত হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাহ্নিক ঘোষ, কলকাতা: কলকাতা মেট্রোর লাইন ৬ (অরেঞ্জ লাইন) এর প্রথম দফার অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত সেকশনের ইন্সপেকশন করলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি, শুভময় মিত্রের নেতৃত্বে এই ইন্সপেকশন সংঘটিত হল।
কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর, সবুজ সংকেত পেলেই যাত্রী পরিষেবা দেবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন
কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর, সবুজ সংকেত পেলেই যাত্রী পরিষেবা দেবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন
advertisement

CRS ইন্সপেকশনের পর সবুজ সংকেত পেলেই এই লাইনের ৫ টি স্টেশন যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে কলকাতা মেট্রোর এই শাখা। গত বছরের সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ ট্রায়াল রান শুরু করা হয়েছিল এই লাইনে। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি মোড়) মেট্রো স্টেশনের মধ্যে মোট ৫টি স্টেশনকে চালু করা হতে চলেছে প্রাথমিক দফায়।  আপাতত সিগনালিং ব্যবস্থা না থাকায় জন্য জোকা তারাতলা লাইনের মতই "one rake service" চলবে। একটি রেকই যাতায়াত করবে রুবি থেকে কবি সুভাষের মধ্যে।

advertisement

আরও পড়ুন-ঘর করতে ছেলেরা যান শ্বশুরবাড়ি, পণের টাকা পান মেয়েরা! জানেন কি দেশের এই মাতৃতান্ত্রিক সভ্যতার বিয়ের কথা?

কলকাতা মেট্রোর কমলা বা অরেঞ্জ লাইন, অর্থাৎ গড়িয়া-বিমানবন্দর শাখার প্রথম ধাপ, কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি বা রবি ঠাকুরের মোড়) পর্যন্ত ৫.৪ কিলোমিটার মেট্রো পথের সি আর এস (কমিশনার ফর রেল সেফটি) পরিদর্শন সোমবার সারাদিন ধরেই চলে। সকাল ৯ টা থেকে শুরু করার পর বিভিন্ন দফায় যাত্রী সুরক্ষার প্রত্যেকটি মানদণ্ড খতিয়ে দেখেন তিনি। তিন দফা সফল ট্রায়াল রানের পর, সি আর এস ইন্সপেকশন সফল ভাবে উতরে গেলে এই পথে যাত্রী পরিষেবা চালু করতে আর বাধা থাকবে ন। শেষ ট্রায়ালে নন স্টপ হিসেবে মাত্র ৭ মিনিটে অতিক্রম করা গিয়েছে এই সাড়ে পাঁচ কিলোমিটার পথ।

advertisement

আরও পড়ুন- দীর্ঘদিন রেশন পাচ্ছেন না এলাকার বাসিন্দারা, কারণ জানলে চোখ কপালে উঠবে

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

স্টপেজ দিয়ে পরিষেবার ক্ষেত্রে এই সময় ১৬ মিনিট ধার্য হয়েছে। যার চুড়ান্ত ছাড়পত্র দেবে ভারতীয় অসামরিক উড়ান পরিবহণ মন্ত্রক নিয়োজিত কমিশনার অফ রেল সেফটি। হেমন্ত মুখোপাধ্যায়(রুবি), কবি সুকান্ত (অভিসিক্তা), জ্যোতিরীন্দ্র নন্দী (সন্তোষপুর), সত্যজিত রায় (এস আর এফ টি আই)-সহ সমস্ত স্টেশন গুলির কাজও শেষ। কমিশনার অফ রেলওয়ে সেফটি শুভময় মিত্র সব কটি স্টেশনের পরিকাঠামোই এদিন সরেজমিনে খতিয়ে দেখেন। ট্রলিতে করে ঘুরে দেখেন এই সাড়ে পাঁচ কিলোমিটার ট্র্যাকও। মেট্রো সূত্রে খবর সি আর এস এর সবুজ সংকেত চলে আসলেই এই মাসের মধ্যেই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro Rail: কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শন নিউ গড়িয়া থেকে রুবি মেট্রোর, সবুজ সংকেত পেলেই যাত্রী পরিষেবা দেবে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল