আরও পড়ুন: ভারতের একদিনের দল থেকে বাদ একাধিক তারকা! বদলে গেল অধিনায়কও, দলেও একগুচ্ছ পরিবর্তন
কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এই নিয়ে গত ছ‘দিনে তিনটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার আত্মহত্যার জেরে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন লাইমে পরিষেবা বন্ধ ছিল। বেলা সাড়ে ১২টা নাগাদ আবার পরিষেবা স্বাভাবিক হয়।
advertisement
নিয়মিত মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনা ঘটার ফলে ব্যাপক প্রভাব পড়ছে মেট্রো পরিষেবায়। অফিস টাইমে গন্তব্যে পৌঁছতে অসুবিধায় পড়ছেন যাত্রীরা। এর আগে ২২ নভেম্বর মহাত্মা গান্ধি রোড স্টেশনে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। তার আগে ২০ নভেম্বর নেতাজি স্টেশনে চলন্ত ট্রেনের সামনেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আরও একজন।
ব্যস্ত সময়ে এই ধরনের ঘটনার জন্য বার বার অসুবিধায় পড়তে হয়েছে যাত্রীদের। এই ধরনের ঘটনা আটকাতে কয়েকটি স্টেশনে গার্ডরেলও বসায় মেট্রো কর্তৃপক্ষ। তবে তাতে যে লাভ হয়নি, এতেই প্রমাণ।
