Fake Death Certificate: ভুয়ো জন্মের সার্টিফিকেটের পর এবার ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেট তৈরি অভিযোগ! ধৃত স্বামী-স্ত্রী

Last Updated:

Fake Death Certificate: ভুয়ো জন্মের সার্টিফিকেটের পর এবার ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেটে নাম জড়াল গোসাবার পাঠানখালির। ভাড়া করা দোকানের দখল নিতে ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেট বানিয়ে কলকাতা পুলিশের জালে স্বামী-স্ত্রী।

গ্রেফতার স্বামূী-স্ত্রী। প্রতীকী ছবি৷
গ্রেফতার স্বামূী-স্ত্রী। প্রতীকী ছবি৷
কলকাতা: ভুয়ো জন্মের সার্টিফিকেটের পর এবার ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেটে নাম জড়াল গোসাবার পাঠানখালির। ভাড়া করা দোকানের দখল নিতে ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেট বানিয়ে কলকাতা পুলিশের জালে স্বামী-স্ত্রী।
পুলিশ সূত্রের খবর, গোসাবার পাঠানখালি থেকে ভুয়ো মৃত‍্যুর শংসাপত্র বানানো হয়েছিল। তৎপরতার সঙ্গে শেক্সপিয়র সরণি থানার হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। ধৃতদের নাম জর্জ ক্লিন্টন ডিকসন ও তাঁর স্ত্রী ক‍্যারল এরিকসন ডিকসন।
advertisement
advertisement
পুলিশ সূত্রে দাবি, এজেসি বোস রোডের একটি দোকান ভাড়া নিয়েছিলেন সরল রায় ও নিত‍্যরঞ্জন ঘোষ। এদের থেকে ওই দোকান (সাব টেনেন্ট) ফের ভাড়া নেন ডিকসন দম্পতি। সেই দোকানের দখল নিতে নিত‍্যরঞ্জনের ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরির অভিযোগ ডিকসন দম্পতির বিরুদ্ধে।
advertisement
পুলিশের আরও দাবি, ২০১৪ সালে নিত‍্যরঞ্জন মারা গিয়েছেন বলে তথ্য মিলেছে। কিন্তু দোকানের দখল নিতে পাঠানখালি থেকে ২০২৪ সালের অগস্ট মাসে ভুয়ো মৃত‍্যুর শংসাপত্র বানানো হয়। পাঠানখালি পঞ্চায়েতের চুক্তিভিত্তিক কর্মী গৌতম সর্দারের মাধ্যমে এই ডেথ সার্টিফিকেট তৈরি করেন এই দম্পতি।
advertisement
এই গৌতম সর্দারের হাত ধরেই সাড়ে তিন হাজার ভুয়ো জন্মের শংসাপত্র ও ৫১০ টি ভুয়ো মৃত্যুর শংসাপত্র তৈরি হয়। যার মধ‍্যে নিত‍্যরঞ্জনের নামে শংসাপত্র তৈরি করা হয় বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Fake Death Certificate: ভুয়ো জন্মের সার্টিফিকেটের পর এবার ভুয়ো মৃত‍্যুর সার্টিফিকেট তৈরি অভিযোগ! ধৃত স্বামী-স্ত্রী
Next Article
advertisement
Baranagar Incident Update: পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
পিসেমশাইয়ের সঙ্গে প্রেম, স্বামীকে সরাতে সুপারি কিলার ভাড়া স্ত্রীর! বরানগর কাণ্ডে ধৃত ৪
  • বরানগর শ্যুটআউট কাণ্ডে চাঞ্চল্যকর মোড়!

  • পিসেমশাইয়ের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্বামীকে খুনের ছক৷

  • স্ত্রী সহ চারজনকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement