TRENDING:

Kolkata Metro: সদ‍্য উদ্বোধন, চালু হয়ে গেল কবি সুভাষ থেকে বেলেঘাটাগামী মেট্রো! কত ভাড়া, কতক্ষণ অন্তর থাকবে? জেনে নিন সব বিশদে

Last Updated:

Kolkata Metro: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটের সদ্য উদ্বোধন করেছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনটি রুটের মেট্রো উদ্বোধন করে গেছেন। যার মধ্যে রয়েছে অরেঞ্জ লাইন। যদিও এই অরেঞ্জ লাইনে আগে থেকেই চলত মেট্রো। তবে কবি সুভাষ অর্থাৎ গড়িয়া থেকে রুবি পর্যন্ত চলবে এই মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটের সদ্য উদ্বোধন করেছেন। আজ অর্থাৎ সোমবার থেকে চালু হল কবি সুভাষ থেকে বেলেঘাটাগামী মেট্রো।
সদ‍্য উদ্বোধন, চালু হয়ে গেল কবি সুভাষ থেকে বেলেঘাটাগামী মেট্রো!  কত ভাড়া, কতক্ষণ অন্তর থাকবে? জেনে নিন সব বিশদে
সদ‍্য উদ্বোধন, চালু হয়ে গেল কবি সুভাষ থেকে বেলেঘাটাগামী মেট্রো! কত ভাড়া, কতক্ষণ অন্তর থাকবে? জেনে নিন সব বিশদে
advertisement

সকাল আটটা থেকে প্রতিদিন এই মেট্রো ছাড়বে কবি সুভাষ এবং বেলেঘাটা থেকে। দুদিক থেকে শেষ মেট্রো টাইম রাত সাড়ে আটটা। অরেঞ্জ লাইনে সর্বনিম্ন ভাড়া ১০। সর্বাধিক কুড়ি। অর্থাৎ গড়িয়া থেকে বেলেঘাটা আসতে কুড়ি টাকা খরচ করতে হবে যাত্রীদের। সময় লাগবে আনুমানিক ১০ থেকে ১৫ মিনিট।

আরও পড়ুন: যখন তখন, যেখানে সেখানে পড়ে যাচ্ছে কালশিটে? কোন ভিটামিনের অভাবে হয় জানেন? কোনও বড় রোগের লক্ষণ নয় তো! এখনই জানুন

advertisement

আরও পড়ুন: বর্ষায় চাল, আটায় গিজগিজ করছে ছোট ছোট পোকা! কৌটোতে ফেলে দিন এই জিনিস, ১ টাকাও খরচ নেই, রান্নাঘরের ব্রহ্মাস্ত্রেই ছুটে পালাবে সবপোকা

আপাতত মোট ৬০ টি মেট্রো চলবে এই রুটে। আপ এবং ডাউন মিলিয়ে ৩০ টা করে মেট্রো চলবে সারাদিনে। ২৫ মিনিট অন্তর মেট্রো থাকবে যাত্রীদের জন্য। বেলেঘাটা থেকে গড়িয়া পর্যন্ত মোট নটা স্টেশন রয়েছে। ব্লু লাইনের কবি সুভাষ বেশ কিছু মাস আপাতত বন্ধ থাকবে। সেখানে কাজ চলছে। তবে অরেঞ্জ লাইনে কবি সুভাষ সোমবার থেকেই অ্যাক্টিভ। শনিবার ও রবিবার অরেঞ্জ লাইনের কোনও মেট্রো পাওয়া যাবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

প্রথম দিন যেসব যাত্রী দিনের প্রথম মেট্রোতে উঠেছেন তাদেরকে একটি করে গোলাপ ফুল দেওয়া হয়েছে মেট্রোর পক্ষ থেকে। যাত্রীরাও সকলেই প্রায় খুশি। কম সময়ে গন্তব্যে পৌঁছে যাওয়ার জন্য মেট্রো যে একমাত্র অবলম্বন তা তারা স্বীকার করে নিয়েছেন। নিত্যযাত্রী যারা গড়িয়া থেকে বাইপাস হয়ে বেলেঘাটার দিকে যান, তারাও এখন কিছুটা স্বস্তিতে। ভিড় বাসে কিংবা বেশি টাকার মাধ্যমে সার্টলে করে যাতায়াত করতে হবে না তাদের। কম মূল্য এবং কম সময়ের মধ্যেই গন্তব‍্যে পৌঁছে যাওয়া যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: সদ‍্য উদ্বোধন, চালু হয়ে গেল কবি সুভাষ থেকে বেলেঘাটাগামী মেট্রো! কত ভাড়া, কতক্ষণ অন্তর থাকবে? জেনে নিন সব বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল