এক বাক্যে একইসঙ্গে জয় নিতাই, থেকে শুরু করে বন্দে মাতরম মোদির মুখে। তাহেরপুর ভার্চুয়াল সভা থেকে অনুপ্রবেশ প্রসঙ্গ তুললেও মোদির মুখে শোনা গেল না এসআইআর থেকে সিএএ প্রসঙ্গ। কার্যত এসএসআইআর নিয়ে মতুয়াদের কোনও বার্তাই দিলেন না মোদি।
বাংলার তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করে মোদির অভিযোগ, “বাংলায় মহা জঙ্গলরাজ চলছে। পশ্চিমবঙ্গের সব শহর-গলি সব জায়গার মানুষ বলছে বাঁচতে চাই, বিজেপি তাই।” মোদির কথায়, “আপনাদের বিকাশের জন্য নিজেকে সম্পুর্ন সমর্পণ করেছি আমি। বাংলার বিকাশের জন্য মোদি জি আছে। তৃণমূল মোদি বিরোধিতা করছেন তো হাজার বার করুন, কিন্তু এই কারণেই আজ বাংলার উন্নয়ন আটকে যাচ্ছে।”
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে প্রধানমন্ত্রীর বার্তা, “মোদি বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের অধিকার থেকে তাদের বঞ্চিত করবেন না। তাই একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। তৃণমূল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। কিছু জায়গায় দেখলাম “গো ব্যাক মোদি” লেখা আছে, আগামী দিনে বাংলার প্রতিটি গলিতে লেখা থাকবে “গো ব্যাক অনুপ্রবেশকারী”। এরাজ্যের সরকার “গো ব্যাক মোদি” লিখতে পারে কিন্তু “গো ব্যাক অনুপ্রবেশকারী” লিখতে পারে না।
