আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে কলকাতা বইমেলা। ৪৬তম আন্তর্জাতিক বইমেলা শেষ হবে ১২ ফেব্রুয়ারি, ২০২৩। গত কয়েক বছরের মতো এবারও বইমেলা প্রাঙ্গণ, সেন্ট্রাল পার্কে আয়োজিত হচ্ছে মেলা। ভরে উঠবে বইয়ের স্টলে। এবারের থিম, কান্ট্রি স্পেন। প্রসঙ্গত ২০০৬ সালেও এই থিমে বইমেলা আয়োজিত হয়েছিল। ১৭ বছর পর সেই থিম ফিরবে আবার।
advertisement
আরও পড়ুন: সিব্বলের জোর সওয়ালেও কাজ হল না, অনুব্রত মামলায় সময় পেয়ে গেল সিবিআই!
৯ম কলকাতা লিটারেচার ফেস্টিভ্যাল আয়োজিত হবে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সেন্ট্রাল পার্কই হবে বইমেলার স্থায়ী ঠিকানা। ৪৬তম বইমেলা উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়াও সে দিন উপস্থিত থাকবেন অন্য বিশিষ্ট ব্যক্তিরা।
গত বছর ৩১ জানুয়ারিতেই বইমেলা হওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগরে পুরভোটের কারণে প্রায় এক মাস পিছিয়ে যায় মেলা। ২০২১ সালে করোনার কারণে বইমেলা আয়োজিত হয়নি। তাই সংক্রমণের হাত থেক রক্ষা পেতে গত বছর সমস্ত কোভিড-১৯ বিধি মেনে মেলার আয়োজন করা হয়েছিল।
এবার তারিখ নির্দিষ্ট করা হয়েছে ৩১ জানুয়ারিতেই। ভরা শীতেই সেন্ট্রাল পার্ক গমগম করবে বইপ্রেমীদের ভিড়ে। দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গন।
আরও পড়ুন: 'চাটাই' অস্ত্রেই বাজিমাত করতে চায় তৃণমূল, নন্দীগ্রামের জন্য 'সুপারহিট' পরিকল্পনা
জানা গিয়েছে, বইমেলায় কয়েকশো বই ও লিটল ম্যাগাজিনের স্টল থাকবে বিস্তর জায়গায়। শুধু বই নয়, থাকবে খাওয়াদাওয়া, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন খাবারের স্টল আছে এই বইমেলায়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে ইচ্ছে মতো খাবার খেয়ে নিতে পারেন। তার জন্য আছে ফুড কোর্টের ব্যবস্থা। প্রায় প্রতিদিন কোনও না কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে মুক্ত মঞ্চে।