TRENDING:

Kolkata International Book Fair 2024: বই মেলার শেষও জনপ্রিয় ক্ষুদে লেখকদের বই 'চরকি', কয়েক ঘণ্টায় বিক্রি ৩০০ কপি

Last Updated:

Kolkata International Book Fair 2024: তবে, ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সাক্ষী রইল কিছু ক্ষুদে সাহিত্যিকদের। ক্ষুদে সাহিত্যিকদের লেখা ম্যাগাজিন ‘চরকি’ প্রকাশিত হয়েছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতা বইমেলা মানে নামকরা সাহিত্যিকদের বই প্রকাশের মঞ্চ। যে সমস্ত লেখকদের বই প্রকাশের জন্য সারাবছর অপেক্ষা করে থাকেন পাঠকরা। অন্যদিকে, যাঁরা তরুণ সাহিত্যিক তাঁদের কাছেও নিজেদের মেলে ধরার অন্যতম মঞ্চ কলকাতা বইমেলা। তবে, ৪৭তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা সাক্ষী রইল কিছু ক্ষুদে সাহিত্যিকদের। ক্ষুদে সাহিত্যিকদের লেখা ম্যাগাজিন ‘চরকি’ প্রকাশিত হয়েছে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়।
advertisement

আরও পড়ুনঃ ঠিক ‌যেন ছবির মত! ঝকঝকে এক সাজানো গ্রাম রয়েছে এই বাংলাতেই

সেই ক্ষুদে সাহিত্যিকদের নিয়েই বইমেলায় এসেছিলেন যাদবপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।কিন্তু ম্যাগাজিনের নাম ‘চরকি’ কেন? সংস্থার অন্যতম সদস্য বিশ্বদীপ মিত্র জানালেন, চরকি কখনও এক জায়গায় থেমে থাকে না। ঘুরে বেড়ায়। এই বাচ্চাগুলোও তাই। এই বইটার ৫০০ কপি আমরা ওদের হাতে দিয়ে বলেছিলাম বিক্রি করতে। কয়েক ঘণ্টার মধ্যে চরকির মত ঘুরে ওরা ৩০০ কপি বিক্রি করে ফেলেছিল। এই কারণেই বইটার নাম চরকি রাখা।

advertisement

শুধুমাত্র ছাপা এবং বাকি কিছু খরচ বাদ দিলে বই বেরোনোর পুরো কৃতিত্বই বাচ্চাদের দিলেন বিশ্বদীপ বাবু। তিনি জানান, ‘আমরা যখন ওদের পড়াশোনা করাই চেষ্টা করি সেটাকে বইয়ের মধ্যে সীমিত না রাখতে। যে বিষয়গুলো তথাকথিত স্কুলের পড়াশোনার গণ্ডির বাইরে সেই সমস্ত জিনিসও ওদের পড়ানোর চেষ্টা করি। সেই আলোচনা থেকেই ওদের দিয়ে বই লেখানোর ভাবনা উঠে আসে। বাচ্চাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে বইয়ের আকারে লেখা প্রকাশ করতে ওরা আগ্রহী কিনা। লেখাগুলোকে হয়তো সাজিয়েছি আমরা, কিন্তু পুরো কাজটা ওরাই করেছে’। প্রায় ৩০ থেকে ৪০ জন বাচ্চা জড়িয়ে এই চরকির সঙ্গে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সবার লেখা হয়তো বইতে প্রকাশিত হয়নি, কিন্তু কারোর অবদানই কম নয় বলে জানালেন সংস্থার সদস্যরা। প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের লেখা রয়েছে বইতে। কী ধরনের লেখা রয়েছে চরকিতে? বিশ্বদীপ বাবুর কথায়, ‘বাচ্চারাই ঘুরে বিভিন্ন মানুষের ইন্টারভিউ নিয়েছে। সেগুলো আমরা প্রকাশ করেছি। ওদের আঁকা ছবি রয়েছে। ওদের জীবনের কথা তুলে ধরা হয়েছে। কবিতা রয়েছে, নানা বিভাগের গল্প রয়েছে। বাচ্চাদের চোখে বাকি সমাজটা কীরকম, রয়েছে সেই কাহিনীও’। শহরের তিনটে বস্তি থেকে বাচ্চাদের কলকাতা বইমেলা নিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ক্ষুদে সাহিত্যিকদের লেখা বই শুনে নিমেষে কেনার ধুম পড়ে যায় সাধারণ মানুষদের মধ্যে। রোজ বইমেলা আসা হয়তো সম্ভব হচ্ছে না, তবে আগামী দিনে ‘চরকি’-র পরবর্তী সংস্করণ প্রকাশিত হবে বলেও জানালেন বিশ্বদীপবাবু।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata International Book Fair 2024: বই মেলার শেষও জনপ্রিয় ক্ষুদে লেখকদের বই 'চরকি', কয়েক ঘণ্টায় বিক্রি ৩০০ কপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল