TRENDING:

Kolkata Hotel Fire: সারারাত জেগেছিলেন মুখ্যমন্ত্রী, মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা মমতার

Last Updated:

বর্তমানে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সেখআনেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার পর পরই ফোন করে ঘটনার খবরাখবর নিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যেভাবে ওই পরিস্থিতিতে আটকে থাকা ৯৯ শতাংশ মানুষকে দমকলবাহিনী উদ্ধার করেছে সেই বিষয়টিরও প্রশংসা করেছেন তিনি৷ ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়দেরও৷
News18
News18
advertisement

মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত মঙ্গলবার সন্ধেবেলা হঠাৎ করেই আগুন লাগে বড়বাজারের ঘিঞ্জি এলাকার ওই হোটেলে৷ হোটেলের তিন থেকে ছ’তলার মধ্যে ছিল বোর্ডারদের ঘর৷ স্থানীয় সূত্রে খবর, আগুন নেভানোর মতো পর্যাপ্ত জলও ছিল না ওই বিল্ডিংয়ে৷ ঘটনায় দুই শিশু সহ ১৩ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন ওই হোটেলেরই বিভিন্ন ঘরে৷ অগ্নিকাণ্ডের সময় পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে মারা গিয়েছেন একজন৷

advertisement

আরও পড়ুন : আগুন নেভানোর মতো জল-ও ছিল না? পুড়ে মরে গেল ১৪ টা মানুষ, মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

বর্তমানে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সেখআনেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার পর পরই ফোন করে ঘটনার খবরাখবর নিয়েছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে মমতা লিখেছেন, ‘বড়বাজার এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি আমার শ্রদ্ধা৷ আমি সারারাত ধরে উদ্ধারকাজের খবরাখবর নিয়েছি৷ যত দ্রুত যত বেশি সংখ্যক অগ্নি নির্বাপণের ইঞ্জিন সেখানে পৌঁছয় তা নিশ্চিত করেছি৷ ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে৷ ওই হোটেলে দাহ্য পদার্থ মজুত ছিল৷ আমি তদন্তের নির্দেশ দিয়েছে৷ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷’

advertisement

আরও পড়ুন : দিঘার বালুতটে জগন্নাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা আজ, ১০৮ উপকরণ দিয়ে হবে প্রভুর অভিষেক, হবে চক্ষুদানের সম্পূর্ণ রীতি

ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

অন্যদিকে, বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এক্স হ্যান্ডেলে মৃতদের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীর ফান্ড থেকে মৃতদের ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী সারা রাত জেগে ছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। ডিজি ফায়ার গিয়েছেন। ফায়ার অ্যালার্ম , স্প্রিংলার কাজ করেনি।’’

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Hotel Fire: সারারাত জেগেছিলেন মুখ্যমন্ত্রী, মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের আর্থিক সাহায্য ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল