Kolkata Hotel Fire: আগুন নেভানোর মতো জল-ও ছিল না? পুড়ে মরে গেল ১৪ টা মানুষ, মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার

Last Updated:

মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে ঝলসে-দমবন্ধ হয়ে ২ শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়। প্রথমে আগুন লাগার পরই ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেলকর্মীর মৃত্যু হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভিতরে তল্লাশিতে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷

News18
News18
কলকাতা: মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত মঙ্গলবার সন্ধেবেলা হঠাৎ করেই আগুন লাগে ঘিঞ্জি এলাকার ওই হোটেলে৷ হোটেলের তিন থেকে ছ’তলার মধ্যে ছিল বোর্ডারদের ঘর৷ স্থানীয় সূত্রে খবর, আগুন নেভানোর মতো পর্যাপ্ত জলও ছিল না ওই বিল্ডিংয়ে৷ ঘটনায় দুই শিশু সহ ১৩ জন জীবন্ত দগ্ধ হয়ে মারা গিয়েছেন ওই হোটেলেরই বিভিন্ন ঘরে৷ অগ্নিকাণ্ডের সময় পাইপ বেয়ে নামতে গিয়ে পড়ে মারা গিয়েছেন একজন৷
বর্তমানে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে সেখআনেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘটনার পর পরই ফোন করে ঘটনার খবরাখবর নিয়েছেন তিনি৷ সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে মমতা লিখেছেন, ‘বড়বাজার এলাকার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি আমার শ্রদ্ধা৷ আমি সারারাত ধরে উদ্ধারকাজের খবরাখবর নিয়েছি৷ যত দ্রুত যত বেশি সংখ্যক অগ্নি নির্বাপণের ইঞ্জিন সেখানে পৌঁছয় তা নিশ্চিত করেছি৷ ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে৷ ওই হোটেলে দাহ্য পদার্থ মজুত ছিল৷ আমি তদন্তের নির্দেশ দিয়েছে৷ ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা৷’
advertisement
advertisement
advertisement
ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷
মঙ্গলবারের এই অগ্নিকাণ্ডে ঝলসে-দমবন্ধ হয়ে ২ শিশু-সহ ১৩ জনের মৃত্যু হয়। প্রথমে আগুন লাগার পরই ছাদ থেকে পাইপ বেয়ে নামতে গিয়ে এক হোটেলকর্মীর মৃত্যু হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভিতরে তল্লাশিতে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা৷
advertisement
তখনই বিভিন্ন ঘর থেকে আরও ১৩টি অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়৷ রাত ৩.১৫ নাগাদ নগরপাল মনোজ ভার্মা নিজেই এই খবর জানান৷ জি প্লাস ৫ বিল্ডিং। ছয় তলা বিল্ডিং-এ একদম নীচের ফ্লোরে ছিল একটি এসি বার ও রেস্টুরেন্ট। দোতালায় আগে অন্য ভাড়া ছিল এখন আংশিকভাবে বেআইনি নির্মাণ করে জানলাগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানেই নতুন করে বার রেস্টুরেন্ট করা হচ্ছিল।
advertisement
এর উপরে তিন তলা সেখানে রেস্টুরেন্ট ও আবাসিকদের রুম। মোট ৪২ টি রুমে ৮৮ জন অতিথি ছিলেন। অভিযোগ বাইরে ফায়ার ফাইটিং সিস্টেম থাকলেও তার থেকে কোনও জলের প্রেশার বের হয়নি। তাই কার্যত কাজ করেনি। পুরো বিল্ডিংয়ে একটাই সিঁড়ি। হওয়াতেও হয় বিপত্তি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Hotel Fire: আগুন নেভানোর মতো জল-ও ছিল না? পুড়ে মরে গেল ১৪ টা মানুষ, মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement