আরও পড়ুন: সময়ের মধ্যে প্রতিশ্রুতিপূরণ করা হয়েছে, রাজস্থানে কৃষি ঋণ মুকুবের পর বার্তা রাহুলের
বিজেপির রথযাত্রা কর্মসূচির ভবিষ্যৎ কী? জানা যাবে বৃহস্পতিবার। রথযাত্রা মামলার রায় দেবে হাইকোর্ট। তার আগে বুধবার শুনানিতে তীব্র সওয়াল-জবাব চলে। রাজ্যের হয়ে প্রথমে সওয়াল করতে ওঠেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।
তাঁর দাবি, গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে, রথযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক অশান্তির সমূহ সম্ভাবনা। তাই এই কর্মসূচিকে অনুমতি দেওয়া হয়নি। এই কর্মসূচির প্রচারের জন্য যে লিফলেট তাতেই সাম্প্রদায়িক সুর স্পষ্ট। সভার অধিকার সাংবিধানিক ভাবে স্বীকৃত। তবে, অবাধ ও স্বাধীনভাবে নয়।
advertisement
আরও পড়ুন: রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে
রাজ্যের বক্তব্য শুনে মনে হচ্ছে, সভার অনুমতি না দেওয়ার পিছনে গোয়েন্দা রিপোর্টই একমাত্র কারণ। তা হলে সমস্ত রাজনৈতিক সভার জন্যই গোয়েন্দা রিপোর্ট থাকবে। তা তো সবসময় হয় না। সাম্প্রদায়িক সুর বলে আগেভাগে কেন সবটাই অনুমান করে নিচ্ছেন? রথযাত্রা কর্মসূচি নিয়ন্ত্রণের ক্ষমতা রাজ্যের হাতে আছে। স্পর্শকাতর এলাকা হলে পুলিশ অনুমতি দেবে না।
বিজেপির আইনজীবী এস কে কাপুর দাবি করেন, দেশের যে কোনও প্রান্তে এক মাইল গেলে হয় মন্দির না হয় মসজিদ চোখে পড়বে। কিন্তু, এটাই যাত্রার অনুমতি বাতিলের কারণ হতে পারে না।
আরও পড়ুন: মধ্যপ্রদেশ, ছত্তীসগড়ের পর রাজস্থান, শপথগ্রহণের ১০ দিনের মধ্যে কৃষিঋণ মুকুব গেহলতের
রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, ২০১২ সালে রামলীলা ময়দানে রামদেবের সভার অনুমতি দিলেও পরে গন্ডগোল হলে তা বাতিল করে দেয় দিল্লি পুলিশ। এক্ষেত্রেও, বিজেপির যাত্রার শুধু নিয়ন্ত্রণ নয়, অনুমতি দেওয়ার পর প্রয়োজনে তা বাতিলের সংস্থানও আইনে রয়েছে।
গত ২ বছরে বিজেপির ২ হাজার ১০০টি কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু, সে সব ক্ষেত্রে এরকম পরিস্থিতি ছিল না। বিজেপির এই যাত্রার সমর্থনে দেওয়াল লিখন হয়েছে। সেখানে আঁকা হয়েছে রামমন্দিরের ছবি। এর থেকে সাম্প্রদায়িক উস্কানি স্পষ্ট। দেওয়াল লিখনে বিজেপির পতাকার পাশাপাশি ধর্মীয় পতাকাও আঁকা হয়েছে।
বিজেপির দাবি, রথযাত্রা নয়, তাদের কর্মসূচি - গণতন্ত্র বাঁচাও যাত্রা। কিন্তু, আদালতে এই অভিযোগ ওঠার পরেই তড়িঘড়ি সাবধানী রাজ্য নেতারা।
সূত্রের খবর, বিজেপি যেভাবে রথযাত্রা করতে চায় তাতে
থাকবে একটি অত্যাধুনিক এসি বাস
বাসের সঙ্গে প্রায় ২ ডজন চার চাকার গাড়ি
ভিআইপি অতিথি ক'জন আসছেন তার উপর এই গাড়ির সংখ্যা বাড়তে বা কমতে পারে
বিজেপির এই যাত্রায় থাকবে এক থেকে দেড় হাজার বাইক
প্রতিদিন যাত্রায় ন্যূনতম দেড় হাজার বিজেপি কর্মী-সমর্থক থাকবেন