সময়ের মধ্যে প্রতিশ্রুতিপূরণ করা হয়েছে, রাজস্থানে কৃষি ঋণ মুকুবের পর বার্তা রাহুলের
Last Updated:
#নয়াদিল্লি: নির্বাচন পূর্ববর্তী প্রতিদশ্রুতি পূরণ করে ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও রাজস্থানে কৃষিঋন মুকুব করে দিয়েছে নতুন সরকার । বুধবারেই রাজস্থানে প্রায় ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মুকুবের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত। এর জন্য প্রায় ৮,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজস্থান সরকার।
নির্বাচনী ইস্তেহারেও কৃষিঋণ মুকুবের কথা বলেছিলেন রাহুল। সরকার গঠনের ১০ দিনের মধ্যেই এই কাজ হবে জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি।তিন রাজ্যে ঋণ মুকুব হওয়ার পর ট্যুইটারে রাহুল জানিয়েছেন প্রতিশ্রুতিপূরণ করতে পেরেছে কংগ্রেস ।
It's done! Rajasthan, Madhya Pradesh & Chhattisgarh have waived farm loans. We asked for 10 days. We did it in 2.
— Rahul Gandhi (@RahulGandhi) December 19, 2018
advertisement
advertisement
নির্বাচনের ফলঘোষণার পরেও রাহুল জানিয়েছিলেন কংগ্রেসের জয় আদতে দরিদ্র, কৃষক ও দেশের যুব সমাজের জয় । কংগ্রেসের ঋণ মুকুবের পর অসমের বিজেপি সরকারও একই পথে হেঁটেছে । গুজরাতের বিজয় রুপানি সরকারও গ্রামাঞ্চলে বৈদ্যুতিন বিল মুকুবের কথা ঘোষণা করেছেন।
Location :
First Published :
December 19, 2018 11:11 PM IST