TRENDING:

Kolkata Airport: নতুন ATC-র পরীক্ষামূলক সফল ট্রায়াল রান শুরু, আরও বেশি আধুনিক কলকাতা বিমানবন্দরের নয়া এটিসি

Last Updated:

Kolkata Airport New ATC: আগামী তিন মাস, প্রতিদিন দু'ঘন্টা করে আকাশের নিয়ন্ত্রণ নেবে নয়া ATC টাওয়ার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: নতুন ATC-র পরীক্ষামূলক সফল ট্রায়াল রান শুরু হল। লাগাতার তিন মাস, প্রত্যেকদিন ধরে চলবে এই ট্রায়াল রান। প্রয়োজন বুঝে আরও আধুনিক করা হবে ATC সিস্টেম। তবে বাতিল বা ব্যবহার বন্ধ হচ্ছে না কলকাতার পুরনো ATC ভবন।
আকাশ দেখা শুরু করল বিমানবন্দরের নয়া টাওয়ার
আকাশ দেখা শুরু করল বিমানবন্দরের নয়া টাওয়ার
advertisement

সোমবার দুপুর থেকেই আকাশ দেখা ও নিয়ন্ত্রণের কাজ শুরু হয়েছে কলকাতার নয়া ATC ভবনের। ১৮৭ ফুট উচ্চতার নতুন এটিসি টাওয়ারটি আগের টাওয়ারের থেকে লম্বা। পুরনো এটিসির উচ্চতা ১১২ ফুট। নতুন টাওয়ারের অপারেশনাল কন্ট্রোল এরিয়া হবে ২,৪৭৫ বর্গফুট, যা পুরনো টাওয়ারের থেকে প্রায় দ্বিগুণ। দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত চলছে এই ট্রায়াল রান। এই দু’ঘণ্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে প্রায় ৪০টি বিমান অবতরণ করে ও উড়ে যায়। নতুন টাওয়ারটি কার্যকর হওয়ার সময় প্রায় আটজন সেখানে দায়িত্ব পালন করবেন।

advertisement

আরও পড়ুন– ডাগআউটের সামনে ঋষভকে জেরা দলের মালিকের! গত বছরের ছবি ফের ভেসে উঠল চলতি মরশুমের IPL-এ

যোগাযোগ, নেভিগেশন এবং নজরদারি শাখার টেকনিশিয়ানরা এটি পরিচালনা করবেন। এর পাশাপাশি এটিসির নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআইএসএফ। এরিয়া কন্ট্রোল এবং টেকনিক্যাল ব্লক নিয়ে গঠিত নতুন এয়ার ট্র্যাফিক নেভিগেশন কমপ্লেক্সের বাকি অংশ একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার নিরাপত্তারক্ষীরা পাহারা দেবেন।

advertisement

কলকাতা বিমানবন্দরের পুরোনো যে এটিসি রয়েছে সেটিতে আধুনিক সুবিধা আছে। তবে সিস্টেমটি অনেক পুরনো। ১৩ বছর আগেকার সেটি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন এটিসি পুরোদমে চালু করতে আরও ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। যেহেতু এটা দীর্ঘ সময় তাই প্রতিদিন ২ ঘণ্টা ট্রায়ালের মাধ্যমে আপাতত সেটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

advertisement

আরও পড়ুন– মাঠে যেতেই দেওয়া হত না, ডুবে গিয়েছিলেন ডিপ্রেশনে ! আশুতোষ শর্মার ব্যাটে আগুন ঝরানোর গল্প ঘুরে দাঁড়াতে বলছে সবাইকে

সোমবার-শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪ টের মধ্যে এয়ার কন্ট্রোলের কর্মীরা একেবারে নতুন এটিসি থেকে কাজ করবেন। তাঁরা বিমানবন্দরে আসা এবং ছেড়ে যাওয়া বিমানগুলির সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়া, বিমানগুলির অবতরণ এবং উড়ান তদারকি করবে। আগের যে এটিসি রয়েছে সেটিও ট্রায়ালের সময় ‘হট স্ট্যান্ডবাই’-তে রাখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২ ঘণ্টা ধরে লাইভ ট্রায়াল চালানো হবে। বর্তমানে বিমানবন্দরে যে এটিসি টাওয়ার রয়েছে, সেটির সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে নতুন এটিসি।

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Airport: নতুন ATC-র পরীক্ষামূলক সফল ট্রায়াল রান শুরু, আরও বেশি আধুনিক কলকাতা বিমানবন্দরের নয়া এটিসি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল