পরবর্তী সময় শরীরের পরিধানে জামা কাপড়ে তল্লাশি চালানোর সময় সন্দেহজনকভাবে নিজেকে আড়াল করার চেষ্টা করে ওই যাত্রী। এরপরেই আরও তল্লাশি চালিয়ে ওই যাত্রীর অন্তর্বাসের ভেতরে কাগজের মোড়কে লুকিয়ে রাখা সোনার পেস্ট উদ্ধার করে শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স শাখার আধিকারিকেরা।
আরও পড়ুন: 'আমার পূর্বপুরুষরা এখানকার, মনে হচ্ছে বাড়ি ফিরছি,' জম্মু-কাশ্মীরে বললেন রাহুল
advertisement
এরই পাশাপাশি ব্যাংকক থেকে আসা আর এক ভারতীয় নাগরিক কলকাতা বিমানবন্দরে নামলে তাকেও তল্লাশি চালিয়ে তার ব্যাগের মধ্যে গোল্ড পেস্ট উদ্ধার করে।
আরও পড়ুন: ভোট প্রচারে বড় চমক মমতা-অভিষেকের! ফেব্রুয়ারির শুরুতেই 'খেলা' ঘোরানো পদক্ষেপ
দুটি ক্ষেত্র মিলিয়ে উদ্ধার হওয়া সোনার পরিমান প্রায় ১ কেজি। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৬২লক্ষ টাকা। দুই ভারতীয় যাত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে শুল্ক দফতর সূত্র মারফত খবর।