বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ হেস্টিংস থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে,রেসকোর্সের কাছে হসপিটাল রোডে। ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং রেসকোর্স ময়দানের মাঝে তীব্র দ্রুতগতিতে আসা ফেরারি গাড়িটি প্রথমে সজোরে ধাক্কা মারে ল্যাম্পপোস্টে, তার পর একটি গাছে ধাক্কা মেরে উল্টে যায়। গাড়িতে থাকা দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তার দুই মইলা সাফাই কর্মীও গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, বাবা ও ছেলে গাড়িতে ছিলেন। ছেলে গাড়ি চালাচ্ছিলেন।
advertisement
অন্যদিকে,মঙ্গলবার রাত ২টোর সময় কালিকাপুরের কাছে ইএম বাইপাসের উপর পথ দুর্ঘটনায় মৃত্যু হয় অলোকেশ হালদার নামে এক যুবকের। জানা যায়, ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে আসছিলেন তিনি। বাইকের গতি তুলনামূলক বেশি ছিল। সিংহবাড়ি মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে ধাক্কা মারে বাইকটি। তার পরে পাশের ডিভাইডারে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন অলোকেশ। রক্তাক্ত অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশের মতে, অলোকেশের বাইকের গতি বেশি ছিল,মাথায় হেলমেটও ছিল না। রাস্তায় পড়ে যাওয়ায় মাথায় গুরুতর চোট লাগে, সেই কারণেই মৃত্যু।
