Kolkata Metro: রবিবার বউবাজারে ভেঙে পড়ে বাড়ির ছাদ, 'এর সঙ্গে মেট্রো চলাচলের কোনও সম্পর্ক নেই', স্পষ্ট জানিয়ে দিল KMRCL
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
গত রবিবার দুপুরে বউবাজারে একটি বাড়ির ছাদের টাইলস ভেঙে পড়ে, ঘটনায় ১ জন আহত হয়েছেন। বাসিন্দাদের অভিযোগ ছিল, মাটির নীচ দিয়ে যাওয়া মেট্রোর চলাচলের কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। KMRCL জানিয়েছে, মেট্রো চলাচলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই
কলকাতা: গত রবিবার দুপুরে বউবাজারে একটি বাড়ির ছাদের টাইলস ভেঙে পড়ে, ঘটনায় ১ জন আহত হয়েছেন। বাসিন্দাদের অভিযোগ ছিল, মাটির নীচ দিয়ে যাওয়া মেট্রোর চলাচলের কারণেই এই দূর্ঘটনা ঘটেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। KMRCL জানিয়েছে, মেট্রো চলাচলের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ বাড়ির রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যা। মেট্রো চলাচল হলে যাতে সমস্যা না হয়, তেমন পরীক্ষা করেই পরিষেবা চালু আছে।
KMRCL-এর দল ওই বাড়িতে গিয়েছে, ফাটলের চরিত্র পরীক্ষা করেছে। এর আগেও ওই বাড়ির সংষ্কার করে দেওয়া হয়। গত ২ বছর ধরে ওঁরা ওখানে আছেন। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে ” ৭ ডিসেম্বর ১০৭ নম্বর বি বি গাঙ্গুলি স্ট্রিটে জি+২ তলা একটি বহুতলের নীচের তলার ফ্ল্যাটের ছাদের টাইলস ভেঙে পড়ার খবর পাওয়া যায়, ঘটনায় ১ জন আহত হয়েছেন। যদিও ওই অঞ্চলে ভূগর্ভস্থ টানেলের কাজ সম্পন্ন হয়েছে এবং কোনও ভারী ইঞ্জিনিয়ারিং কাজ চলছে না, তবুও মেট্রো ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে ছুটে যান এবং বাড়ির বাসিন্দাদের নিরাপত্তার জন্য অস্থায়ী সহায়তা প্রদান করেন।”
advertisement
মেট্রো রেলের ইঞ্জিনিয়াররা ৮ ডিসেম্বর ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে নানারকম পরীক্ষা করেন। দেখা গিয়েছে, পূর্ব-পশ্চিম মেট্রো টানেলের কাজ শুরু হওয়ার আগেই বাড়িটির বয়সজনিত অবনতি শুরু হয়েছিল। টানেল তৈরি হওয়ার আগে বাড়িটির যে-যে ক্ষতি ছিল তা মেরামত করা মেট্রো রেলওয়ের আওতার বাইরে। টানেলের কাজ এখন সম্পন্ন হয়েছে এবং মেট্রো পরিষেবা চালু করা হয়েছে। মেট্রোর তরফে জানানো হয়েছে, ” এলাকায় কোনও ভারী প্রকৌশলগত কাজ করা হচ্ছে না। বাড়িটির কোনও ক্ষতির জন্য আমরা দায়ী নই, সেক্ষেত্রে বাড়িটির মেরামত করে দেওয়া বা কোনও ক্ষতিপূরণ দেওয়া মেট্রোর আওতায় পড়ে না ।” মেট্রো কর্তৃপক্ষ কেএমসি- কে অনুরোধ করেছে, যাতে তারা ১০৭, বি বি গাঙ্গুলি স্ট্রিটের এই শতাব্দী প্রাচীন বাড়িটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2025 9:34 AM IST








