আজ রাজ্যে আরও ৫ স্পেশ্যাল রোল অবজারভার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যোগ দেবেন বৈঠকে
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আজ রাজ্যে আরও ৫ স্পেশাল রোল অবজারভার। কলকাতায় পৌঁছেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যোগ দেবেন বৈঠকে। বৈঠকে থাকবেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: আজ, বুধবার রাজ্যে আরও ৫ স্পেশ্যাল রোল অবজারভার। কলকাতায় পৌঁছেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যোগ দেবেন বৈঠকে। বৈঠকে থাকবেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে অভিযোগ ও নিষ্পত্তির প্রক্রিয়া। ৫ ডিভিশনের জন্য পাঁচ স্পেশ্যাল রোল অবজারভার কী কী দায়িত্ব থাকবে তা নিয়ে আলোচনা হবে। তার জন্য আজ, বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বিশেষ বৈঠক দুপুর দেড়টা থেকে। পাঁচ স্পেশাল রোল অবজারভার পাশাপাশি রাজ্যের ১২ ইলেক্টোরাল রোল অবজারভারকেও ডাকা হয়েছে এই বৈঠকে বলে কমিশন সূত্রে খবর।
বিশেষ নিবিড় সংশোধনের কাজে রাজ্যে পাঁচ ডিভিশনাল পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রেসিডেন্সি, বর্ধমান, মেদিনীপুর, মালদহ এবং জলপাইগুড়ি ডিভিশনে তাঁদের নিয়োগ করা হয়েছে। আজ তাঁরা দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন।
advertisement
advertisement
কলকাতায় ওই পাঁচ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল, বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তও। দুপুর দেড়টা নাগাদ সিইও অফিসে ওই বৈঠক হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, পাঁচ পর্যবেক্ষক কী ভাবে কাজ করবেন তা নিয়েই ওই বৈঠক।
হিয়ারিং বা শুনানি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে চায় নির্বাচন কমিশন। গ্রাম পঞ্চায়েতের অফিসে কোনওভাবেই হিয়ারিং নয়। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে হিয়ারিং করা যাবে না। একাধিক জেলাশাসকদের প্রস্তাব ফেরাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আগামী ১৬ ডিসেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ায় অভিযোগ ও নিষ্পত্তির প্রক্রিয়ার জন্য হিয়ারিং প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। এই হিয়ারিং প্রক্রিয়া করতে হবে বিডিও, এসডিও, জেলাশাসকের অফিসেই।জেলাশাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। হিয়ারিং প্রক্রিয়া গোটাটাই ওয়েব কাস্টিং করতে হবে। জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বলেই কমিশন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 10, 2025 10:39 AM IST










