TRENDING:

ডিসেম্বরের শহরে শীতে বাধা নিম্নচাপের! উথালপাথাল হবে সমুদ্র, রইল আবহাওয়ার বড় খবর

Last Updated:

Kolkata Weather Update : নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা বুধবার আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে। এরফলে উত্তরে হওয়ার প্রভাব কমতে পারে। তার আগে পর্যন্ত পূর্ব ভারতে ও মধ্য ভারতের তাপমাত্রা কবে শীতের আমেজ জমিয়ে পড়বে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপ আর উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা। আগামী সপ্তাহে ফের শীতে বাধা হতে পারে। তবে সরাসরি প্রভাব পড়ছে না নিম্নচাপের বাংলায়। আপাতত ৪৮ ঘন্টায় শীতের আমেজ অব্যাহত। তবে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা আপাতত নেই কলকাতায়।
advertisement

আগামীকাল বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা। আজ রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায়। ঘূর্ণাবর্ত সোমবারে নিম্নচাপে পরিণত হবে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বাঙ্গাপুর সাগর থেকে এটি ক্রমশহর দক্ষিণ-পশ্চিমবঙ্গপ্রসাগরের দিকে অগ্রসর হবে। সোমবারের পর এটি ক্রমশ শক্তিশালী হবে। এরপরের দু তিন দিনে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই নিম্নচাপ। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এর অভিমুখ হবে  তামিলনাড়ু -পন্ডিচেরি উপকূল। শুক্রবারের মধ্যে এটি  উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। অভিমুখ তামিলনাড়ু ও পন্ডিচেরি ও উপকূল হলেও এর ভালো প্রভাব পড়বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। দক্ষিণ ভারত অভিমুখী হওয়ায় সরাসরি এর কোন প্রভাব পড়বে না বাংলায়।

advertisement

আরও পড়ুন : 'পহেলি' প্রেম এবার সাত পাকে বাঁধা পড়ল, বাম 'হার্টথ্রব' শতরূপের বিয়ের খবর দিলেন ঊষসী

আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ শ্রীলংকা উপকূল এবং দক্ষিণ ভারতের রাজ্যে। কর্ণাটক কেরালা তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে বৃষ্টি বাড়বে নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূল এলাকায়। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকাতে। ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। দক্ষিণ বঙ্গোপসাগরে ৬০-৭০ কিমি প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহষ্পতিবার ও শুক্রবার অন্ধ্র প্রদেশ তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূলে ৭০কিমি বেগে দমকা হাওয়া বইবে।‌ মৎস্যজীবীদের ওই এলাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আন্দামান অনিকোবর দ্বীপপুঞ্জে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : তিনি অভিনেতা, ভগবান নন! হেলমেট ছাড়া স্কুটার চালিয়ে চরম ট্রোলড হলেন অজয় দেবগন

নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা বুধবার আসতে পারে উত্তর-পশ্চিম ভারতে। এরফলে উত্তরে হওয়ার প্রভাব কমতে পারে। তার আগে পর্যন্ত পূর্ব ভারতে ও মধ্য ভারতের তাপমাত্রা কবে শীতের আমেজ জমিয়ে পড়বে।

ওড়িশা ও ঝাড়খন্ডে আগামী তিন দিনের দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

advertisement

আজ কলকাতায় পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা 16 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। এবং বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। দুটোই স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৬ থেকে ৯৪ শতাংশ।

বাংলা খবর/ খবর/কলকাতা/
ডিসেম্বরের শহরে শীতে বাধা নিম্নচাপের! উথালপাথাল হবে সমুদ্র, রইল আবহাওয়ার বড় খবর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল